ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নৈপুণ্য দিয়েই মন জয় করবেন আমির

প্রকাশিত: ০৬:৩২, ১৪ জুলাই ২০১৬

নৈপুণ্য দিয়েই মন জয় করবেন আমির

স্পোর্টস রিপোর্টার ॥ কে বলবে চার টেস্টের দীর্ঘ সিরিজ খেলতে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান? বর্ষীয়ান মিসবাহ-উল হক, দুরন্ত এ্যালিস্টার কুক, অভিজ্ঞ ইউনুস খান, সুপার জো রুট, সাদা পোশাকের ঐতিহ্য- সব ছাপিয়ে আলোচনায় একজনই, মোহাম্মদ আমির। কোন ক্রীড়াবিদের প্রত্যাবর্তন নিয়ে এতটা শোরগোল আর কখনও হয়নি। লর্ডসে আজ চার টেস্টের প্রথমটিতে মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান। ছয় বছর আগে এখানেই মাঠের বাইরের ঘটনায় পৃথিবী কাঁপিয়ে দিয়েছিলেন তিন পাকিস্তানী। তৎকালীন অধিনায়ক সালমান বাট ও অপর পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে আমির- জড়িয়ে পড়েছিলেন অভিনব স্পট-ফিক্সিংয়ে। এ বছরের শুরুতে ওয়ানডে-টি২০তে ফিরলেও অর্ধযুগ পর টেস্ট প্রত্যাবর্তন। আমিরের ফেরা নিয়ে চলছে দুই রকমের প্রতিক্রিয়া। কেভিন পিটারসেন-গ্রায়েম সোয়ানরা তাকে কিছুতেই মেনে নিতে পারছেন না, অন্যদিকে ওয়াসিম আকরাম-শচীন টেন্ডুলকরের মতো কিংবদন্তির সহানুভূতি পাচ্ছেন ২৪ বছর বয়সী পেসার। আর ভাল আচরণের পাশাপাশি মাঠের নৈপুণ্য দিয়েই সবার মন জয় করতে চান আমির। ‘পাকিস্তানের হয়ে আবার টেস্ট খেলতে যাচ্ছি বলে নিজেকে অসম্ভব ভাগ্যবান মনে করছি। সাদা পোশাকের ক্রিকেট নিয়ে আমি শিহরিত। সেই লর্ডস দিয়ে ফিরতে পারছি বলে শিহরণটা বেশি কাজ করছে। কারণ অপরিণত বয়সে (১৮ বছর) করা এক মারাত্মক ভুলে এখানেই আমার ক্যারিয়ার থেমে গিয়েছিল। হয়ত কাকতালীয়, কিন্তু ২০১০ সালে যেখানে থামতে হয়েছিল সেখান থেকে শুরু করতে পারাটা হবে আশীর্বাদ। স্পষ্ট মনে করতে পারি, ওই সিরিজে কিছু কাজ বাকি ছিল, এবার সেটা শেষ করতে চাই। আমরা একমাত্র লক্ষ্য সিরিজের সেরা বোলার হওয়া, পাকিস্তানকে জয়ী হতে সাহায্য করা, এবং চমৎকার স্মৃতি নিয়ে শুরু করা। যা আমাকে নতুন পথের দিশা দেখাবে। এভাবেই সবার মন জয় করতে চাই।’ বলেন আমির। সমালোচনার তীরে বিদ্ধ করে প্রতিপক্ষ তার মনোবল ভেঙ্গে দিতে চাইছে। কিন্তু ইংল্যান্ড কথা বলছে আমিরের হয়ে। নিষিদ্ধ হওয়ার আগে ১৪ টেস্টে পেয়েছেন ৫১ উইকেট, যেখানে ইংল্যান্ডের মাটিতে ৬ ম্যাচেই ৩০টি। আমির বল হাতে সব ভুলিয়ে দেবেন বলে আশায় তার পূর্বসূরি গ্রেট ওয়াসিম আকরাম। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীনও আমিরের হয়ে কথা বলছেন, ‘ওর স্কিল আছে। ছন্দে থাকলে খুব বিশেষ কিছু ঘটিয়ে ফেলতে পারে। আমার মনে হয় তার প্রাপ্য শাস্তিটা সে পেয়েছে। সাজা খেটেছে। যা করতে বলা হয়েছে সব করেই খেলায় ফিরেছে। আমি তাই মনে করি সব ঠিক আছে।’ সাবেক ইংলিশ ওপেনার মাইক আথারটন শচীনের সুরে কথা বলেছেন। তবে আমিরের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে প্রতিপক্ষ অধিনায়ক এ্যালিস্টার কুকের মন্তব্য, ‘আমি নিশ্চিত মাঠে আমিরকে কিছু প্রতিক্রিয়ার শিকার হতে হবে। দুয়ো শুনতে হবে। সেটা অনুচিতও নয়, তার জন্য অবিচ্ছেদ্য অংশ! যখন ম্যাচ পাতানোর মতো কাজ করবেন তখন নিষেধাজ্ঞা ও শাস্তির বাইরেও সেটার জের আপনাকে টানতেই হবে। তাকে এগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে।’ সাবেক ইংলিশ স্পিনার সোয়ান এক কাঠি এগিয়ে, ‘যে এমন একটি খেলার সঙ্গে প্রতারণা করেছে, সেই আমিরকে লর্ডসে বল করতে দেখাটা আমার জন্য খুবই কষ্টের। ওকে সারাজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল।’
×