ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষ ভেন্যুর কথা ভাবছে না বিসিবি

প্রকাশিত: ০৬:৩১, ১৪ জুলাই ২০১৬

নিরপেক্ষ ভেন্যুর কথা ভাবছে না বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ গুলশানে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে রঙিন পোশাকের ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান সিরিজটা নিরপেক্ষ ভেন্যুতে খেলা যায় কিনা, এমন পরামর্শ রেখেছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সেটি প্রায় উড়িয়ে দিয়েছেন। বাংলাদেশ মোটেও এমনটা ভাবছে না বলে জানিয়েছেন তিনি। ‘নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজন কোন সমাধান নয়। কোন দেশেই ক্রিকেট বন্ধ হয়ে যাওয়া আমাদের কাম্য নয়। বাংলাদেশের প্রত্যাশ, সবকিছু এফটিপি (আন্তর্জাতিক সূচী) মেনে এগোবে।’ সংবাদ মাধ্যমকে বলেন তিনি। নিজাম উদ্দীন আরও যোগ করেন, ‘নিকট অতীতে আমরা বড় বড় দুটি টুর্নামেন্ট (অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট ও টি২০ এশিয়া কাপ) অনেক সফলভাবে আয়োজন করেছি। সরকার এবং আইনশৃঙ্খলা বিভাগ আছে। তাদের সঙ্গে আলোচনা করে আমরা ইংল্যান্ড সিরিজটা নিজেদের মাটিতেই আয়োজনের আশা রাখি।’ বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, দেশের মাটিতে যেকোন সিরিজের আগে প্রাক সফর সভা বা আন্তঃমন্ত্রণালয় সভা হয়ে থাকে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণলায় এই ব্যাপারে উদ্যোগী নেবে। তাদের সঙ্গে বিসিবির কথা হয়েছে এবং একটি তারা প্রাক-সফর সভার দিকেই এগোচ্ছেন। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ডের বাংলাদেশে আসার কথা। গত ১ জুলাই রাতে গুলশানের একটি ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর দিন ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। নিয়ে শুনবে সরকারের পরামর্শ। এরপর ইংলিশ ওয়ানডে-টি২০ অধিনায়ক মগরগান নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা যেতে পারে বলে মত দেন। বাংলাদেশে ইংল্যান্ডের তিন ওয়ানডে ও দুই টেস্টের সূচী চূড়ান্ত। ৭, ৯ অক্টোবর ঢাকায় প্রথম দুই ওয়ানডে, ১২ তারিখ চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে, সেখানে প্রথম টেস্ট ২০-২৪ অক্টোবর, ঢাকায় শেষ টেস্ট ২৮ অক্টোবার থেকে ১ নবেম্বর। কয়েকজন বিদেশী হত্যার প্রেক্ষিতে অস্ট্রেলিয়া নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সে দেশের ডিপার্টমেন্ট অব ফরেন এ্যাফেয়ার্স এ্যান্ড ট্যুরিজমের (ডিআইএফটি) একটি সতর্কবার্তায় গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে যায়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাসের পরও তাদের সেই অবস্থানের পরিবর্তন হয়নি। এমনকি বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ ১৯ বিশ্বকাপ থেকে পর্যন্ত দল প্রত্যাহার করে অস্ট্রেলিয়া। অসিদের দেখাদেখি দ. আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরও বাতিল হয়ে যায়। ওই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর এবার শঙ্কার মুখে ইংল্যান্ড এই সিরিজ।
×