ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অবকাশযাপনে মেসি

প্রকাশিত: ০৬:৩০, ১৪ জুলাই ২০১৬

অবকাশযাপনে মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের হয়ে টানা ব্যর্থতার হতাশায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর থেকেই অগোচরে আছেন ফিফা সেরা ফুটবলার। তাকে ফেরাতে বিভিন্ন কর্মসূচী পালন করছে আর্জেন্টাইনরা। তবে এসবে আপাতত কোন ভ্রুক্ষেপ নেই বার্সিলোনা জাদুকরের। সব হতাশা, কষ্ট, বেদনা হয়ত ভুলেই গেছেন রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা ফুটবলার। তার নমুনা মিলেছে। মেসি এখন পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ-বিনোদনে সময় অতিবাহিত করছেন। কাতালানদের হয়ে নতুন মৌসুম শুরুর আগে পরিবার নিয়ে অবকাশ যাপনে আছেন বার্সার আর্জেন্টাইন তারকা। স্পেনের ভূমধ্যসাগরীয় ইবিজা দ্বীপে ছুটি কাটাচ্ছেন মেসি। তার সঙ্গে আছেন স্ত্রী এ্যান্টোনেল্লা রোকুজ্জো ও দুই সন্তান। সেখানে একটি ইয়টে দেখা গেছে তাদের। অবকাশে মেসিকে বেশ ফুরফুরে ও নির্ভার দেখা গেছে। দুই ছেলেকে ও বান্ধবীকে নিয়ে ভাল সময়ই পার করছেন বার্সা তারকা। মেসির ঘনিষ্ঠজনের বরাদ দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আসছে ২০১৬-১৭ মৌসুমে বার্সিলোনার হয়ে ভালভাবে শুরু করার জন্য নিজেকে প্রস্তুত করছেন মেসি। সব হতাশা, না পাওয়ার গ্লানি ভুলতেই তিনি পরিবারের সান্নিধ্যে দিন কাটাচ্ছেন। কিছুদিন আগে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন মেসি। ২০১৫ সালেও কোপার ফাইনালে চিলির কাছে হেরেছিল দিয়াগো ম্যারাডোনার দেশ। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে টানা এই ব্যর্থতার কারণে অবসর নিয়েছেন মেসি। অবসরের পরপরই আরও একটি দুঃসংবাদ শুনতে হয় সময়ের অন্যতম সেরা তারকাকে। কর ফাঁকি মামলায় মেসিকে ২১ মাসের কারাদ- দেয় বার্সিলোনার একটি আদালত। পাশাপাশি মেসিকে ২০ লাখ ইউরো জরিমানা করা হয়। দুঃসহ এই সময়টা ভুলতেই পরিবারকে নিয়ে বিনোদনে আছেন মেসি। জাতীয় দলকে বিদায় জানালেও অভিমান ভেঙ্গে মেসি আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন বলে অনেকটাই নিশ্চিত আর্জেন্টিনার সংবাদমাধ্যম। দেশটির একটি শীর্ষস্থানীয় পত্রিকা সম্প্রতি জানিয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষেই আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারেন রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা ফুটবলার। মেসি নাকি নিজেই ভাবছেন আবারও ফিরবেন। নাম প্রকাশ না করে মেসির এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আর্জেন্টিনার একটি পত্রিকা। পত্রিকাটি জানিয়েছে, আগামী নবেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলে ফিরবেন মেসি। মেসির এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়েছে পত্রিকাটি। যদিও ওই বন্ধুর নাম প্রকাশ করেনি তারা। আগামী সেপ্টেম্বরে উরুগুয়ে ও ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি এই ম্যাচ দুটিতে খেলবেন না। অক্টোবরেও খেলবেন না। তবে ১০ নবেম্বর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরবেন। সেটাও যদি না হয়, তাহলে ১৫ নবেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফের আন্তর্জাতিক অঙ্গনে ফিরবেন মেসি। মেসির সেই বন্ধু বলেছে, এটা বিদায় না, বরং একটা বিরতি। এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্তও মেসি নিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। মেসির সঙ্গে তিনটি বিশ্বকাপে অংশ নেয়া এক সতীর্থও শুনিয়েছেন এমন আশার বাণী। মেসির সঙ্গে কথা বলার পর তার বিশ্বাস, ‘মেসি আবারও ফিরে আসবেন।’
×