ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিজামীর বনানীর প্লট বাতিল

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ জুলাই ২০১৬

নিজামীর বনানীর প্লট বাতিল

বিশেষ প্রতিনিধি ॥ একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর নামে বরাদ্দ দেয়া প্লট বাতিল করেছে গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোর্শারফ হোসেন মন্ত্রণালয়ের সভা কক্ষে বেসরকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দকৃত যে সকল প্লটে যে সব ডেভেলপমেন্ট কোম্পানি কাজ করেছে, তারা তাদের অংশ পাবে। বাকি অংশ সরকার নিয়ে নেবে। এদিকে রাজধানীর বনানীতে যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে বরাদ্দ দেয়া প্লটটি ফেরত চান ওই প্লটের মূল বরাদ্দপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশী আজিজুর রহিম। বনানী ঝিলপাড়ে জে ব্লকের ১৮ নম্বর সড়কের এই বাড়ির নাম মিশন নাহার। নির্মাণ প্রতিষ্ঠান মিশন আর নিজামীর স্ত্রী শামসুন নাহার নিজামীর নাম থেকে ভবনটির এ নাম। ২০০৬ সালে রাষ্ট্রীয় কাজের স্বীকৃতিস্বরূপ জামায়াতের আমির ও তৎকালীন শিল্পমন্ত্রী নিজামীকে প্লট দেয় রাজউক। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গত ১০ মে তার মৃত্যুদ- কার্যকর করা হয়। বনানীর ১৮ নম্বর সড়কের ৬০ নম্বর প্লটটি ১৯৯৫ সালে আজিজুরকে বরাদ্দ দেয়া হয়েছিল। ২০০৬ সালের ২১ মে রাজউকের বোর্ড সভায় তা বাতিল করে পাঁচ কাঠার ওই প্লট নিজামীকে দেয়া হয়।
×