ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশে ট্রেনিংয়ে আগের চেয়ে বেশি খরচ করা যাবে

প্রকাশিত: ০৪:২২, ১৪ জুলাই ২০১৬

বিদেশে ট্রেনিংয়ে আগের চেয়ে বেশি খরচ করা যাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশে সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ, ট্রেনিংসহ অন্যান্য কাজে বেসরকারীভাবে কেউ অংশগ্রহণ করতে চাইলে প্রতিদিন হিসাব করে কত খরচ করা যাবে তা পুনর্নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কভুক্ত দেশসমূহ ও মায়ানমারের জন্য প্রতিদিনের খরচ হিসেবে সর্বোচ্চ ৩৫০ ডলার নেয়া যাবে। অন্য দেশের ক্ষেত্রে নেয়া যাবে ৪০০ ডলার করে। এর আগে সার্কভুক্ত দেশ ও মায়ানমারের জন্য ছিল ২০০ ডলার ও অন্য দেশের ক্ষেত্রে ২৫০ ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে জারিকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে দেশে কার্যরত সকল অথোরাইজড ডিলারদের। এতে বলা হয়েছে, বিদেশে সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ, ট্রেনিংসহ অন্যান্য কাজে বেসরকারীভাবে কেউ অংশগ্রহণ করলে নির্ধারিত সময়ের জন্য প্রতিদিনের জন্য সার্কভুক্ত দেশ ও মায়ানমারে ৩৫০ ও অন্য দেশে ৪০০ ডলার নিয়ে যাওয়া যাবে। তবে তার আগে অংশগ্রহণকারীকে তাদের ট্রেনিং, কনফারেন্স বা ওয়ার্কশপের ইনভাইটেশন পেপারের ফটোকপি, ব্যক্তিগত বা কোম্পানির তথ্যাদি প্রদান করতে হবে। যা এডি অফিসগুলোকে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক অনুসন্ধানে গেলে যাতে তা চাইলেই দেখতে পারে। এতে ব্যয়ের যথাযথ খাত উল্লেখ করতে বলা হয়েছে, যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টে জমা দেয়া লাগতে পারে। গাইডলাইন ফর ফরেন একচেঞ্জ ট্রানজেকশন (জিইএফটি), ২০০৯ (ভলিউম-১) এর চ্যাপ্টার ১২ এর প্যারা ৪ এ পরিবর্তনটি আনা হয়েছে বলে সার্কুলারে জানানো হয়েছে। জুনে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৮৭ হাজার নতুন কর্মসংস্থান জুনে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৮৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশটির শ্রম অধিদফতরের তথ্য অনুযায়ী, ডলারের মান শক্তিশালী হওয়ায় এবং বন্ড বিক্রির কার্যক্রম বাড়ায় স্থিতিশীল হয়েছে দেশের অর্থনীতি। এ কারণে মে মাসে ৪ দশমিক ৭ শতাংশ কর্মসংস্থান সৃষ্টি হলেও জুন সৃষ্টি হয়েছে ৪ দশমিক ৯ শতাংশ কর্মসংস্থান। এ সময়টায় সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উৎপাদন খাত, খুচরা বিক্রি খাত এবং স্বাস্থ্যসেবা খাতে। প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় সুদের হার বাড়ানোর ব্যাপারে আবারও ভাবছে ফেড। -অর্থনৈতিক রিপোর্টার রেকর্ড ৬ হাজার ১শ’ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিক গতিশীল করতে ২০১৫-১৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৬ হাজার ১শ’ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। গত অর্থবছরে এ পরিমাণ ছিল ৫ হাজার ৫শ’ কোটি ডলার। এ সহায়তা উন্নয়নশীল দেশগুলোকে ঋণ, বিনিয়োগ সহায়তা এবং ব্যক্তি মালিকানাধীন ব্যবসা পরিচালনার জন্য দেয়া হয়েছে। এক বিবৃতিতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা, বিশ্ব প্রবৃদ্ধির ধীরগতির প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে এ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। -অর্থনৈতিক রিপোর্টার
×