ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যোগ দিচ্ছেন বাংলাদেশের ৭০ সদস্যের একটি প্রতিনিধি দল

আজ কলকাতায় বিবিআইএন বিজনেস ফোরামের উদ্বোধন

প্রকাশিত: ০৪:২০, ১৪ জুলাই ২০১৬

আজ কলকাতায় বিবিআইএন বিজনেস ফোরামের উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপালের মধ্যে সার্ক চার্টারের আওতায় আঞ্চলিক বাণিজ্য ও অবকাঠামোগত সহাযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিবিআইএন বিজনেস ফোরাম গঠন করা হচ্ছে। বিবিআইএন বিজনেস ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে ৭০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার কলকাতা যাচ্ছে। একই সঙ্গে শিলিগুড়িতে বিবিআইএন বিজনেস এক্সপো-২০১৬ তে বাংলাদেশের ৩১ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চারটি দেশই রাজনৈতিক সদিচ্ছা নিয়ে আন্তঃসীমান্ত যোগাযোগ আরও বৃদ্ধি এবং জ্বালানি, ট্রানজিট ও পানি সম্পদ খাতে সহযোগিতার উদ্যোগ নিয়েছে। বিজনেস ফোরামের উদ্বোধন পরবর্তী সময়ে প্রতিবেশী ৪ দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দেশগুলোর পর্যটন খাত আরও বিকশিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আজ কলকাতায় বিজনেস ফোরামের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড. গওহর রিজভী এবং ড. মশিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদও বক্তব্য রাখবেন। এছাড়া আগামীকাল শুক্রবার বিবিআইএন বিজনেস ফোরামের অনুষ্ঠান শিলিগুড়িতে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে আবদুল মাতলুব আহমাদ বিবিআইএন’ভুক্ত দেশগুলোতে ম্যানুফ্যাকচারিং শিল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন। জঙ্গী হামলার ঘটনায় ব্যবসায়ীদের তীব্র নিন্দা ॥ গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাস ও জঙ্গী হামলার ঘটনায় ব্যবসায়ী সম্প্রদায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। একই সঙ্গে জঙ্গী দমনে প্রধানমন্ত্রীর সাহসী ও কঠোর পদক্ষেপে ব্যবসায়ী সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন। এর মধ্যে রয়েছেন, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের সভাপতি ও টাঙ্গাইল চেম্বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট আবুল কাশেম আহমেদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এমপি, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, মাহবুবুর রহমান, ইউসুফ আব্দুল্লাহ হারুন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মীর নাসির হোসেন, একে আজাদ, সংগঠনটির প্রথম সহসভাপতি মোঃ সফিউল ইসলাম (মহিউদ্দিন) ও সহসভাপতি মাহবুবুল আলম প্রমুখ। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ জুলাই তারিখে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে বর্বরোচিত জঙ্গী হামলা এবং পবিত্র ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশের ব্যবসায়ী সম্প্রদায় তীব্র নিন্দা জানাচ্ছে। এ ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যবৃন্দের প্রতিও গভীর সমবেদনা জানাচ্ছে এবং উভয় ঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করছে। দূরদর্শিতা ও বিচক্ষণতার সঙ্গে সমাধানের সাহসী উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সরকারকে ব্যবসায়ী সমাজ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। এই ঘটনায় জিম্মি দেশ-বিদেশী নাগরিকদের উদ্ধার এবং জঙ্গীদের আটক করতে সফল কমান্ডো অভিযান পরিচালনা করায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিসসহ আইন প্রয়োগকারী সকল সংস্থাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। কমান্ডো অভিযানে আইনপ্রয়োগকারী সংস্থাসমূহ যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে সেজন্য দেশবাসীর সঙ্গে ব্যবসায়ী সম্প্রদায়ও গর্বিত। এই ঘৃণ্য ঘটনার মূলে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে ব্যবসায়ী সমাজ বিশ্বাস করে। স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এ ধরনের অপতৎপরতা কোনভাবেই কাম্য নয়। দেশীয় ও আন্তর্জাতিক জঙ্গী নেটওয়ার্কে জড়িয়ে পড়ে দেশের বিত্তবান পরিবারের কোমলমতি তরুনরা যাতে বিপথগামী না হয়ে পড়ে সে ব্যাপারে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া এ ঘটনায় দেশী-বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে যাতে কোন ধরনের আস্থার সঙ্কট তৈরি না হয় সেদিকে বিশেষ নজর দেয়া প্রয়োজন হয়ে পড়ছে।
×