ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকারীভাবে ৫ লাখ টন ধান সংগ্রহ করা হয়েছে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:২০, ১৪ জুলাই ২০১৬

সরকারীভাবে ৫ লাখ টন ধান সংগ্রহ করা হয়েছে ॥ খাদ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারীভাবে এরই মধ্যে ৫ লাখ টন ধান সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। চলতি মাসের মধ্যেই ধান সংগ্রহ ৭ লাখ টন ছাড়িয়ে যাবে বলে জানান তিনি। বুধবার সকালে রাজধানীতে ‘নিরাপদ খাদ্য : খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখেন মন্ত্রী। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে চেকের মাধ্যমে এবার কৃষকদের মূল্য পরিশোধ করা হয়েছে। এ সময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতেই নানামুখী ষড়যন্ত্র চলছে। খাদ্য উৎপাদনে শেখ হাসিনা সরকারের সাফল্য তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন নিরাপদ খাদ্য সকলের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। মায়েদের পুষ্টির কথাও চিন্তা করা হচ্ছে। এখন দেশে একজন মা প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ক্ষমতায় রয়েছেন। তিনি সকল মায়ের পুষ্টি নিশ্চিতকরণে কাজ করছেন। এর আগেও একজন মা প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) ক্ষমতায় ছিলেন। তিনি মায়েদের পুষ্টির কথা চিন্তা করেননি। তিনি আরও বলেন, আগামীতে ৫০ হাজার পরিবারকে ‘ফেয়ার প্রাইজ’ তথা ন্যায্যমূল্যের কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ৩০ হাজার পরিবারকে চাল বিতরণ করা হবে। সরকার কৃষকদের কাছ থেকে ৭ লাখ টন ধান সংগ্রহ করছে ৯৩০ টাকা মণ দরে। এ্যাকাউন্টপেয়ি চেকের মাধ্যমে কৃষকদের কাছে টাকা চলে যাচ্ছে। এখন উত্তরবঙ্গে আর মঙ্গা নেই। এ শব্দটি ডিকশনারি থেকে উঠে গেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় পৌর মেয়র, ব্যবসায়ী ও স্থায়ী প্রশাসনের প্রায় আড়াই শতাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবার বাড়ছে স্বর্ণের দাম অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ায় তৈরি হওয়া অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল স্বর্ণের বাজার। গত সাত সপ্তাহের মধ্যে বড় ধরনের দরপতনের পর বুধবার স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্রেক্সিটকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তা দূর হওয়ার পর বিশ্বের পুঁজিবাজারে চাঙ্গাভাব ফিরতে শুরু করে। আর পুঁজিবাজারের পাশাপাশি চাঙ্গা হতে শুরু করেছে স্বর্ণের বাজারও। খবর অনুসারে বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ মার্কিন ডলারে, যা মঙ্গলবার ১ দশমিক ৭ শতাংশ দরপতনের পর এসে দাঁড়িয়েছিল ১ হাজার ৩২৯ মার্কিন ডলার। এটা ছিল গত ২৪ মে’র পর সর্বনিম্ন আউন্সপ্রতি মূল্য। মার্কিন বাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৩৩৮ মার্কিন ডলার। গতকাল এর দাম পড়ে গিয়েছিল ১ দশমিক ৬ শতাংশ। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন। তিনি বলেছেন, ইইউ থেকে নিজেদের প্রত্যাহার করার জন্য নতুন সরকারী দফতর খোলা হবে। এ খবরে মার্কিন শ্রমবাজারে টার্গেটের চেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারবে। ফেডারেল রিজার্ভের দুইজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এখন সুদের হার বাড়াতে তেমন বেগ পেতে হবে না। বিশ্বের সর্ববৃহৎ স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্টের হাতে থাকা স্বর্ণের পরিমাণ গত মঙ্গলবার ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৯৬৫ দশমিক ২২ টনে এসে দাঁড়ায়। ২০১৫ সালের ২ ডিসেম্বরের পর এটাই ছিল একদিনে সবচেয়ে বড় পতন। বিশ্ব বাজারে স্বর্ণের পাশাপশি রুপার দামও বেড়েছে। আউন্সপ্রতি শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ২৯ মার্কিন ডলার। আগের দিনে প্রথম বারের মতো প্লাটিনামের দামও পড়ে যায়; যা ছিল গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মূল্য। বুধবার আউন্সপ্রতি শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯১ মার্কিন ডলার হয়েছে প্লাটিনামের দাম।
×