ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রদর্শনী

প্রকাশিত: ০৪:১৫, ১৪ জুলাই ২০১৬

কাল থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রদর্শনী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। বন্ধ হয় দীর্ঘ দুই যুগের সশস্ত্র সংগ্রাম। মানুষ স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করে। সূচিত হয় উন্নয়ন ও অগ্রগতির শুভসূচনা। এ চুক্তির শর্ত মোতাবেক ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। চলতি বছরের ১৫ জুলাই এ মন্ত্রণালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি), জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ব্রাক, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, মানুষের জন্য ফাউন্ডেশন, কারিতাস, পদক্ষেপ ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের অংশীদারিত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিম্নোক্ত কর্মসূচী গ্রহণ করেছে- শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ধানম-ির দৃক গ্যালারিতে পার্বত্য চট্টগ্রামের মানুষ ও প্রকৃতি বিষয়ে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। পার্বত্য চট্টগ্রামের নবীন-প্রবীণ আলোকচিত্রীদের নিয়ে এ প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। চিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীতে প্রায় ৭০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং ১০০টি ছবি প্রাথমিকভাবে প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে। এ ছবিগুলোর মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচনপূর্বক যথাক্রমে- ৫০ হাজার, ৩৫ হাজার এবং ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। ১৬-১৯ জুলাই আলোকচিত্র প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। -বিজ্ঞপ্তি কৃষকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নিখোঁজের দুই দিন পর রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের রাধাবল্লব গ্রামে শফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কারেন্ট জালে অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে অগ্নিসংযোগ করা হয়। বুধবার সদরের গোপালনগর গ্রামের এমএনএস ফিশিং নেট নামে একটি কারখানায় অভিযান চালিয়ে এ অবৈধ জাল জব্দ করা হয়। এ সময় কারখানার ম্যানেজার মনির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী জানান, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করা হয়। মাছ চাষে সাফল্য নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৩ জুলাই ॥ মাছ চাষ ও কৃষিতে উপজেলার হরিণখাইন গ্রামে বিপ্লব ঘটিয়েছেন বজলুল বারী নামের এক যুবক। পড়ালেখার সময় থেকেই তার এ প্রচেষ্টা। আনোয়ারা কলেজ থেকে ১৯৯৬ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে চাকরি নেন। গ্র্যাজুয়েশন শেষে যোগ দেন ইউসিবিএল ব্যাংকে। বর্তমানে ওই ব্যাংকে কর্মরত আছেন।
×