ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে রাবার বুলেট নিক্ষেপ ॥ আহত ৫০

জুয়া খেলা নিয়ে সংঘর্ষ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:১৩, ১৪ জুলাই ২০১৬

জুয়া খেলা নিয়ে সংঘর্ষ সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৩ জুলাই ॥ ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর ব্রিজের গোড়ায় তিন তাসের জুয়া খেলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ৫০ ব্যক্তি আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে ৪ শতাধিক যানবাহন ৩ ঘণ্টা আটকা পড়ে যায়। জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ব্রিজের গোড়ায় রাস্তার ওপর দীর্ঘ এক বছর ধরে সংঘবদ্ধ জুয়াড়ি দল প্রভাবশালী ও পুলিশের ছত্রছায়ায় তিন তাসের জুয়া খেলে আসছিল। বিষয়টি স্থানীয়রা একাধিকবার প্রশাসনসহ পুলিশকে জুয়া বন্ধের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন। কিন্তু এক বছরেও জুয়া বন্ধ হয়নি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে। বুধবার দুপুর ১২টার দিকে রাজৈর উপজেলার পৌর কাউন্সিলর বাবুল বাঘার ভাই আরিফুর রহমান টিপু বাঘা জুয়া খেলার প্রতিবাদ করলে সংঘবদ্ধ জুয়াড়িরা তাকে বেদম মারপিট করে মারাত্মক আহত করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে টিপুর স্বজনরা এসে এর প্রতিবাদ জানায়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে পুনরায় তাদের মারপিট করে জুয়াড়িরা। পরে ঘোষালকান্দি ও পূর্ব সরমঙ্গলর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক সংঘর্ষে লিপ্ত হয়। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় একদল হামলাকারী পাশের বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে হামলা চালায়। ফলে ছাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে থাকে। সাংবাদিকরা সংঘর্ষের ছবি তুলতে গেলে জুয়াড়িরা তাদের ওপরেও চড়াও হয়। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে আহত টিপু সুলতান, আমিনুল ইসলাম, রিয়াদ, আজিজুল ও রিপনসহ ৪০ জনকে রাজৈর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এছাড়া সিরাজ ফকির, জাহাঙ্গীর, দুলাল, এ. আর আলী, এরফানকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ কামালউদ্দিন বিশ^াস, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান টেকেরহাট বন্দরে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলে ব্যারিকেড তুলে দেন। ফলে ৩ ঘণ্টা আটকে থাকার পর যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
×