ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারে সেতুমন্ত্রী

জঙ্গী দমনে পারস্পরিক সহায়তা প্রয়োজন

প্রকাশিত: ০৪:১৩, ১৪ জুলাই ২০১৬

জঙ্গী দমনে পারস্পরিক সহায়তা প্রয়োজন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জুলাই ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সার্বভৌমত্ব ক্ষণœœ হয় এমন কোন সিদ্ধান্ত নেবে না বর্তমান সরকার। বুধবার দুপুরে আশুলিয়া থানাধীন বাইপাইলে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব ক্ষুণœœ হয় এ রকম কারও সাথে আমরা বন্ধুত্ব করতে চাই না। গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে এরই মধ্যে এফবিআইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারব- এমনটি ভাবছি না। পরস্পরের সহযোগিতা এখন জরুরী হয়ে পড়েছে। তিনি বলেন, ট্র্যাকিং ডিভাইস ব্যবহারে যুক্তরাষ্ট্র আমাদের চেয়ে অনেক উন্নত। যেসব বিষয়ে আমাদের অভিজ্ঞতা কম এবং টেকনিক্যাল সাপোর্টের অভাব রয়েছে, সেসব বিষয়ে শুধু যুক্তরাষ্ট্র নয়, উন্নত সব দেশ থেকেই সহায়তা নেয়া হবে। জঙ্গীবাদ সমস্যা বাংলাদেশের একার নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। এ সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিকভাবে পারস্পরিক তথ্য, টেকনিক্যাল সহযোগিতা আদান-প্রদান হতেই পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কি কি বিষয় আদান-প্রদান হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। বগুড়ায় ধর্ষকের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কামাল প্রামাণিকের যাবজ্জীবন কারাদ- হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল-১ বুধবার মামলার রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। জানা যায়, ২০০৮ সালের ৫ সেপ্টেম্বর রাতে সোনাতলা উপজেলার ঝিনারপাড়া গ্রামের কামাল একই গ্রামের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে তার বাসায় ঢুকে মুখ বেঁধে ধর্ষণ করে। ঘটনার সময় স্কুলছাত্রী বাসায় একাই ছিল। পরে আশপাশের লোকজন স্কুলছাত্রীকে উদ্ধার করে। এক বছরে ১০ হাজার মামলা নিষ্পত্তি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট জজ আদালতে গত এক বছরে প্রায় ১০ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। ফলে বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পেয়েছে। জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খানের আন্তরিকতায় এ সফলতা অর্জিত হয়। মঙ্গলবার রাতে বাগেরহাট আদালত প্রাঙ্গণে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খানের বদলিজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ভারপ্রাপ্ত জেলা জজ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি শওকাত আলী বাদশা এমপি। আরও বক্তব্য দেন, মংলা বন্দরের মেম্বার অপারেশন বিকাশ চন্দ্র সিকদার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সিভিল সার্জন অরুণ কুমার ম-ল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, সম্পাদক অজিয়র রহমান পিকলু, প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম টুকু, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চু, পিপি মোহাম্মদ আলী, জেলা জজের সহধর্মিণী নারগিস রহমান প্রমুখ। জঙ্গীবাদের বিরুদ্ধে নিরাপত্তামূলক সভা মঙ্গলবার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে জঙ্গীবাদের বিরুদ্ধে নিরাপত্তামূলক জরুরী সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই হলি আর্টিজন বেকারিতে যারা নির্মম হত্যার শিকার হয়েছেন তাদের উদ্দেশে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি এই ন্যক্কারজনক হত্যাযজ্ঞ যারা চালিয়েছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়। সভায় শিক্ষামন্ত্রীর আহ্বান অনুসারে পরপর ১০ দিন কোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থাকলে তাদের তালিকা তৈরির বিষয়ে স্টামফোর্ডের সকল বিভাগীয় চেয়ারম্যানের সাথে আলোচনা করে এর পদ্ধতি নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহীকে প্রধান করে একজন ডিন, ১ জন বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার এবং প্রক্টরকে সদস্য করে কমিটি গঠন করা হয়। -বিজ্ঞপ্তি
×