ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপরাধ দমনে উদ্যোগ

বিট পুলিশের আওতায় আসছে রাজশাহী, নগরে অভিযোগ বাক্স

প্রকাশিত: ০৪:০৯, ১৪ জুলাই ২০১৬

বিট পুলিশের আওতায় আসছে রাজশাহী, নগরে অভিযোগ বাক্স

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ অপরাধ দমন ও প্রতিরোধে নজরদারি বাড়াতে নগরজুড়ে বিট পুলিশী কার্যক্রম শুরু করতে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ইতোমধ্যে এ কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের মধ্যে এলাকা বণ্টন করেও দেয়া হয়েছে। এছাড়া অপরাধ দমনে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযোগ বাক্স স্থাপনের কাজ শুরু হরেছে। অপরাধী শনাক্ত ও অপরাধ সম্পর্কে সাধারণ জনগণ যাতে সহজে বিভিন্ন তথ্য দেয় এ লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। আর জঙ্গী দমন, মাদক নির্মূলসহ অপরাধ নিয়ন্ত্রণে পাড়া-মহল্লায় জনসম্পৃক্ততা বাড়াতে কমিউনিটি সভা শুরু করছে আরএমপি। বৃহস্পতিবার নগরীর গুড়িপাড়া এলাকা থেকে এ কমিউনিটি সভা শুরু হবে। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় সভা করা হবে। এলাকার সাধারণ মানুষ যাতে সহজে সচেতন হয় এবং পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে পারে এ লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান। এ জন্য তিনি নগরবাসীর সর্বত্মক সহযোগিতাও কামনা করেছেন। কমিশনার বলেন, বিট পুলিশ ব্যবস্থার আওতায় নগরীর প্রতি পাড়া-মহল্লায় একজন করে পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হবে। তিনি সার্বিক বিষয় মনিটরিং করবেন। বাড়ি বাড়ি এমনকি প্রতি ব্যবসা-প্রতিষ্ঠানে গিয়ে তথ্য নেবেন। ভাড়াটিয়া ছদ্ববেশে অপরাধীদের অবস্থান নিশ্চিত ও অপরাধ দমনে এর বিকল্প নেই বলে জানান তিনি। এছাড়া নগরীর যানজট নিয়ন্ত্রণ, পটকাবাজি বন্ধ ও আবাসিক হোটেলে অপরাধ এবং অনৈতিক কাজ বন্ধেও নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ইতোমধ্যে চার ধরনের ফরম তৈরি করেছে আরএমপি। পুলিশ কমিশনার বলেন, সীমান্তবর্তী হওয়ায় রাজশাহীতে অপরাধ প্রবণতায় ভিন্নতা রয়েছে। বিশেষ করে মাদক চোরাচালান হচ্ছে। নগরীর নিরাপত্তায় কমিউনিটি পুলিশ ব্যবস্থা জোরদার করার কথা জানিয়ে আরএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা বাড়াতে কমিউনিটি পুলিশ ইউনিটগুলো সক্রিয় করা হচ্ছে। সে লক্ষ্যে প্রতি ওয়ার্ডের পাড়া-মহল্লায় কমিউনিটি সভা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। সেখানে এলাকাবাসী সব ধরনের তথ্য পুলিশের কাছে শেয়ার করতে পারবেন। এছাড়া তরুণ প্রজন্মকে পুলিশী ব্যবস্থায় সম্পৃক্ত করতে ভার্চুয়াল কমিউনিটি পুলিশ গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ কমিশনার বলেন, অনেকে অপরাধের নানা তথ্য দিতে চান, তবে পুলিশের কিছু কর্মকর্তার মনোভাবের কারণে তা পাওয়া যায় না। তথ্য দিয়ে অনেকে ফেঁসে যাতে না যান এ জন্য নগরীর ২০টি পয়েন্টে অভিযোগ বক্স স্থাপন করা হবে। ইতোমধ্যে এর প্রক্রিয়া শুরু হয়েছে। এতে সাধারণ মানুষ নির্বিঘেœ সব অপরাধের তথ্য ওই বাক্সে জমা দিতে পারবেন। পুলিশের পক্ষেও অপরাধীদের শনাক্তকরণের কাজ সহজ হবে।
×