ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘বুকে তার চন্দনের ঘ্রাণ’

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ জুলাই ২০১৬

নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘বুকে তার চন্দনের ঘ্রাণ’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘বুকে তার চন্দনের ঘ্রাণ’। আহসান আলমগীরের রচনায় টেলিফিল্মটি পারিচালনা করেছেন ফিরোজ আহমেদ। রাজ্য মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, শশী, রাজ্য, শবনম পারভীন, ডা. আবুল হোসেনসহ আরও অনেকে। সম্প্রতি চিত্রপুরী শূটিং স্পটে টেলিফিল্মটির চিত্রায়ন হয়েছে। টেলিফিল্মের গল্পে দেখা যাবে সোহেল ও লতার সুখের সংসারে আচমকা এসে উপস্থিত হয় জেল ফেরত সুমন নামের যুবকটি। সুমনের সঙ্গে সোহেলের ভালবাসার সম্পর্ক ছিল। কিন্তু আচমকা একদিন সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে সুমনকে ধরে নিয়ে যায় পুলিশ। নামে নামে জমে টানে। যেই সন্ত্রাসী সুমনের নামে মামলা ছিল, আসামির নামে ও বাবার নামের সঙ্গে অনেকটাই মিল থাকায় নিরপরাধ সুমনকেই জেল খাটতে হয়। বহু কষ্টে আইন আদালত পার করে সুমনের বাবা আড়াই বছর পর সুমনকে জেল মুক্ত করতে সক্ষম হয়। কিন্তু ততদিনে সুমনের ভালবাসার মানুষটির বিয়ে হয়ে যায় গ্রাম ডাক্তার সোহেলের সঙ্গে। সোহেল একেবারে মাটির মানুষ। ক্রেজি সুমন লতাকে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু সোহেলের মতো একজন ভাল মানুষকে ঠকিয়ে পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে রাজি হয় না লতা। অন্যদিকে সুমনও ছাড়ার পাত্র নয়। এক সময় ডাক্তার সোহেলের হাতে ধরা পড়ে যায় সব কিছু। কি করবে ডাক্তার সোহেল? কি করবে লতা? সুমনই বা কি করবে? এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। অচিরেই যে কোন স্যাটেলাইট চ্যানেলে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানা গেছে।
×