ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হৃত্বিকের ৫০০ কোটি রুপীর চুক্তি

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ জুলাই ২০১৬

হৃত্বিকের ৫০০ কোটি রুপীর চুক্তি

সংস্কৃতি ডেস্ক ॥ আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘মহেঞ্জোদারো’ চলচ্চিত্রের প্রচার নিয়ে ব্যস্ত বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। শোনা যাচ্ছে, নিজের আগামী ছয় চলচ্চিত্র ছোট পর্দায় প্রচারের অনুমতির জন্য ৫০০ কোটি রুপীর চুক্তিতে সই করেছেন তিনি। গত পাঁচ বছরে হৃতিকের চার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ (২০১১), ‘অগ্নিপথ’ (২০১২), ‘কৃস থ্রি’ এবং ‘ব্যাং ব্যাং’ (২০১৪)। প্রতিটিই বাণিজ্যিকভাবে সফল হয়েছে। এজন্যই মূলত ৪২ বছর বয়সী এই অভিনেতাকে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। নিজ পরিবারের প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্র ‘কাবিল’ দিয়ে ২০১৭ সাল শুরু করবেন হৃত্বিক। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ইয়ামি গৌতম। এ্যাকশন-ড্রামা ধাঁচের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্ত। এটি প্রেক্ষাগৃহে আসবে প্রজাতন্ত্র দিবসে। একই দিন মুক্তি পাবে শাহরুখ খানের ‘রইস’। চমকপ্রদ বিষয় হলো, চিত্রায়ন শুরুর আগেই ‘কাবিল’ চলচ্চিত্রের স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়ে গেছে ৪৫ কোটি রুপিতে। হৃত্বিকের অন্য চলচ্চিত্রগুলোর বেলায়ও টিভি চ্যানেলগুলো প্রায় অর্ধ কোটি রুপী দিয়েই স্বত্ব নিতে হবে। সবার আগে এ ধরনের চুক্তি হয়েছিল সালমান খানের সঙ্গে। ভারতের শীর্ষস্থানীয় একটি টেলিভিশন নেটওয়ার্ক তাকে প্রায় ৫০০ কোটি রুপীতে চুক্তিবদ্ধ করে। ফলে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্রগুলোর প্রিমিয়ার ও সম্প্রচারে স্বত্ব¡ পেয়েছেন তারা। সম্প্রতি এমন আরেকটি চ্যানেলের সঙ্গে বরুণ ধাওয়ান তার চলচ্চিত্রগুলোর জন্য চুক্তিবদ্ধ হন ৩০০ কোটি রুপীতে। তবে ‘জড়ুয়া টু’ এর আওতায় থাকবে না।
×