ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডালাস স্মরণ অনুষ্ঠানে ঐক্যের আহ্বান ওবামার

প্রকাশিত: ০৩:৪৫, ১৪ জুলাই ২০১৬

ডালাস স্মরণ অনুষ্ঠানে ঐক্যের আহ্বান ওবামার

দেশবাসীর প্রতি ঐক্যের আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ডালাসে নিহত পাঁচ পুলিশের স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে এসে মঙ্গলবার এক আবেগময় ভাষণে তিনি এ আহ্বান জানান। তার বক্তব্যে আগ্নেয়াস্ত্র, বর্ণবাদ ও রাজনীতির মতো বিষয়গুলো উঠে আসে। খবর এএফপির। ওবামা বলেন, ‘গত এক সপ্তাহের ঘটনাবলী দেখিয়ে দেয় যে, আমরা এখন এক সংগ্রামের মধ্যে আছি। এর ফলে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ ইস্যুটি আবার সামনে চলে এসেছে। সম্ভবত বিরোধের মাত্রাও অনেক প্রসারিত হয়েছে। বিভেদ চিহ্ন মুছে ফেলার প্রচেষ্টার অংশ হিসেবেই আমি এখানে এসেছি। যেমন মনে করছি সে রকম বিভক্ত জাতি যে আমরা নই এ কথাটির ওপর আমি জোর দিতে চাই।’ শ্বেতাঙ্গ পুলিশের আচরণের প্রতিবাদ জানাতে একজন কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে গত সপ্তাহে ডালাসে হত্যাকা- ও এরপর কয়েকটি শহরে গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটে। কিছুদিন আগে চার্লস্টন ও অরল্যান্ডোতে হত্যাকা- ঘটে। এসব ঘটনা দেশটিতে ঘৃণাজনিত তৎপরতা বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ক্যামেরন চলে গেলেও থাকছে ল্যারি লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তার বসবাস; এতদিনের প্রধানমন্ত্রীকে সরে যেতে হলেও ওই বাড়িতেই বহাল থাকছে ল্যারি। বুধবার রানীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ছাড়েন কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন। আর ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ওই বাড়ির নতুন বাসিন্দা হচ্ছেন তেরেসা মে। খবর বিবিসির। তবে ওই বাড়ির পুরনো বিড়াল ল্যারিকে যে যেতে হচ্ছে না, তা নিশ্চিত করা হয়েছে। যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে- ‘ল্যারি সরকারী বিড়াল, ক্যামেরনের ব্যক্তিগত প্রাণী নয়। সুতরাং সে থাকছে।’ ২০১১ সালে টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মধ্যে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দরজায় বিরাট এক কালো ইঁদুরের মুখ দেখা যাওয়ার পর বাটারসি ডগস এ্যান্ড ক্যাটস হোম থেকে ওই বাড়িতে ল্যারির আগমন। মেঘমালার নতুন বিন্যাস পৃথিবী ঘিরে মেঘের রাজত্ব যেন আগের মতো নেই। বায়ুম-ল জুড়ে মেঘমালার বিস্তার এতকাল যেমন ছিল তার ওপর এখন প্রভাব পড়েছে জলবায়ুর পরিবর্তনের। ১৯৮৩ সাল থেকে উপগ্রহ থেকে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে নাসার গবেষকরা দেখেছেন মেঘমালা যা আগে পৃথিবী জুড়ে ছড়ানো থাকত তাতে এখন মেরুকেন্দ্রিক হওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। - নেচার ফ্রাঙ্কেনস্টাইন গ্যালাক্সি আমাদের পৃথিবী থেকে আড়াই কোটি আলোকবর্ষ দূরে মহাবিশ্বে এমন একটি জায়গা রয়েছে যা আগে কখনও জ্যোতির্বিজ্ঞানীদের মনোযোগ আকৃষ্ট করতে পারেনি। তাদের দৃষ্টিতে এটি ছিল মহাবিশ্বের অজপাড়া গাঁ। তারা জায়গাটির নাম দিয়েছিলেন ইউজিসি ১৩৮২। সম্প্রতি সেখানে এক উপবৃত্তাকার ছায়াপথের সন্ধান পাওয়া গেছে। এর নাম দেয়া হয়েছে ফ্রাঙ্কেনস্টাইন গ্যালাক্সি। কারণ এটি অন্যান্য গ্যালাক্সির খ-াংশ দিয়ে গঠিত। -সায়েন্স ডেইলি
×