ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাওবাদীদের সমর্থন প্রত্যাহার, ফের সঙ্কটে নেপাল

প্রকাশিত: ০৩:৪৪, ১৪ জুলাই ২০১৬

মাওবাদীদের সমর্থন প্রত্যাহার, ফের সঙ্কটে নেপাল

নেপালের মাওবাদীরা সমর্থন প্রত্যাহার করে নেয়ায় কে পি শর্মা অলি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার ক্ষমতায় আসার মাত্র নয় মসের মাথায় বড় ধরনের সঙ্কটে পড়েছে। গত মে মাসে করা নয় দফা চুক্তি বাস্তবায়নে অলির দল আন্তরিক নয়- এ অভিযোগ তুলে কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওইস্ট সেন্টার) চেয়ারম্যান পুষ্পকমল দহল প্রচণ্ড মঙ্গলবার কমিউনিস্ট পার্টি অব নেপাল (সমন্বিত মার্ক্সবাদী-লেনিনবাদী) নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের এ ঘোষণা দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। মাওবাদীরা সমর্থন তুলে নেয়ায় পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের আর সংখ্যাগরিষ্ঠতা থাকছে না। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করতে যাচ্ছেন, না ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করতে অন্য কোন সাংবিধানিক পথ বের করার চেষ্টা করবেন- সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি বলে জানানো হয়েছে কাঠমা-ু পোস্টের খবরে। নেপালের পার্লামেন্টে ৫৭৫টি আসনে জনপ্রতিনিধিরা আসেন সরাসরি ভোটে, সরকার চালাতে সংবিধান অনুযায়ী ২৯৯টি আসন প্রয়োজন হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (মার্ক্সবাদী-লেনিনবাদী) আসন ১৭৫টি। অন্যদিকে ৮০টি আসনে আছেন মাওবাদীরা। ইথিওপিয়ায় পরীক্ষার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ইথিওপিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচী ঘোষণা করার পর দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। পরীক্ষার সময় শিক্ষার্থীদের পড়ালেখা থেকে দূরে সরে যাওয়া এবং গুজব ছড়ানো রোধ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বন্ধ করে দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এবং ভাইবারও রয়েছে। দেশটির সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওই মাধ্যমগুলো পরীক্ষা চলাকালীন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কয়েক দিন বন্ধ থাকবে। -বিবিসি।
×