ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভুঁইয়া

ভাবনার চেয়েও বড়

প্রকাশিত: ০৩:৩৮, ১৪ জুলাই ২০১৬

ভাবনার চেয়েও বড়

মানুষ একটা সময় টেলিভিশনকে ছোটবাক্স বা বোকাবাক্স বলত। এই সম্বোধনটা হয়ত আকারের কারণেই। কিন্তু আজকের দিনে স্মার্ট টিভি, এইচডি টিভি, প্রোজেকশন টিভি, থ্রিডি টিভি সব কিছুর আকার প্রকার টিভি সম্পর্কে নতুন করে ভাবাচ্ছে। টেলিভিশন কিংবা টেলিভিশন চ্যানেল আজকের দিনে মানুষের জীবন যাত্রাতেও বদল এনেছে। ঘরের কোণায় রাখা একটা শোপিস কিংবা বিনোদন বাক্স নয়, ছোট বাক্সটা এখন যথার্থই বড় হয়ে উঠছে। একটা সময় লোকে বলত, থিয়েটার হলো জীবন, চলচ্চিত্র হলো শিল্প আর টেলিভিশন হলো আসবাব। যথার্থই একসময়ের এই কথা এখন পুরনো বয়ান হয়ে গেছে। আলো আর শব্দতরঙ্গ ধারণ করে সেটাকে সবাক আর সচিত্র রূপ দেয়ার কারিগরি বাহাদুরী দিয়ে যে টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল সে টেলিভিশনের বাহাদুরী আজ অনেক বিস্তৃত। মানুষের চাঁদে অভিযান, টুইন টাওয়ারের ধসে পড়া, হিমালয় চূড়ায় সরাসরি বিবিসির সম্প্রচারের মতো বড় বড় ঘটনার অংশীদার টেলিভিশন হয়ে উঠবে এমনটা অনেক অগ্রসর মানুষও কল্পনা করেননি। বিনোদন, খেলাধুলা, সংবাদ, মতামত সকল ক্ষেত্রে টেলিভিশন একটি উপভোগ্য মাধ্যম হয়ে উঠেছে। ব্যক্তি মানুষের তো বটেই রাষ্ট্রযন্ত্র পরিচালনাতেও মত ও ভিন্ন মত পর্যবেক্ষণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা, নারীর উন্নয়ন এমনকি কৃষি ব্যবস্থার আধুনিকীকরণেও টেলিভিশনের গুরুত্ব আজ স্বীকৃত। টেলিভিশনকে যারা বোকা বাক্স কিংবা ওয়ান-টাইম-ইউজ মিডিয়া বলে প্রচার করেছিলেন এখন টেলিভিশনের ব্যাপ্তি পর্যবেক্ষণ করলে তারাই বোকা বনে যাবেন। কোন রকম তথ্য উপাত্ত না দিয়েই বলা যায় টেলিভিশন ছাড়া আধুনিক মানুষের একটি দিনও যেন রবিনসন্স ক্রুশোর মতো নিঃসঙ্গ দ্বীপের বাসিন্দার মতো মনে হবে। শুধু ভাবুন, আজ ঘরে গিয়ে আপনার টিভি সেটের রিমোট কন্ট্রোলটি খুঁজে পাচ্ছেন না এবং লক্ষ করুন কী অস্থিরতা আপনার মধ্যে তৈরি হয়। সভ্য মানুষের জীবনযাত্রার স্বাভাবিক অংশ হিসেবেই টেলিভিশন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা সত্যি টেলিভিশন একটা মিডিয়া বা মাধ্যম, টুল বা যন্ত্র। এখন একে কিভাবে ব্যবহার করব তার উপরেই নির্ভর করছে টেলিভিশনের অগ্রযাত্রা অথবা ভবিষ্যত পথনির্দেশনা। মার্কিন আইনজ্ঞ, কমিউনিকেশন কর্পোরেশনের সভাপতি নিউটন এ মিনো তার এক সাক্ষাতকারে বলেছিলেন, যখন টেলিভিশন ভাল হয়, তখন তার চেয়ে উত্তম আর কিছু হয় না। আর যখন এটি খারাপ হয় তখন এর চেয়ে বাজে কিছু আর হয় না। কাজেই আমরা আসলে কিভাবে টেলিভিশনকে দেখছি, ভাবছি এবং দেখাচ্ছি তার উপরেই ছোটবাক্সের বড়ত্ব বা মহত্ত্ব নির্ভর করে। পুলিৎজার জয়ী লেখক, কলামিস্ট ডেভ বেরি’র মন্তব্যটাও হয়ত আমাদের একটু ভাবতে সাহায্য করবে। তিনি বলেছেন, কিশোর শিক্ষার ক্ষেত্রে টেলিভিশন আরেকটি পথনির্দেশনা হতে পারে, কিন্তু সাদা দাঁত, তাজা নিঃশ্বাস আর টুথপেস্টের প্রচারের তুলনায় সত্য, প্রজ্ঞা কিংবা বিশ্ব শান্তির বার্তা পৌঁছাতে টেলিভিশন কিছুটা দুর্বল ভূমিকা রেখেছে। টেলিভিশন বিশেষজ্ঞরা সাধারণত টেলিভিশনের তিনটি ভূমিকার কথা বলেন : তথ্য জ্ঞান এবং বিনোদন প্রদান। কিন্তু একরৈখিক এই সরল বিভাজন এখন আর তেমন করে মানা হয় না। আজকের দিনে টিভির ভূমিকাটা বহুমাত্রিক এবং বৃহত্তর হয়ে উঠেছে। প্রথমত লক্ষণীয় গত দশকে টেলিভিশন যথার্থই বৈশ্বিক হয়ে উঠেছে। নির্দিষ্ট ভৌগোলিক বা সামাজিক সীমারেখা পার করে টেলিভিশন বিশ্বগ্রামের প্রতিনিধি হয়ে উঠেছে। শুধু প্রতিনিধি নয়, টেলিভিশন সাংস্কৃতিক ও শিল্পক্ষেত্রে একটি অর্থকরী খাতও বটে। ভারতীয় টিভি চ্যানেল কেনিয়ায় চলছে, বাংলাদেশের টিভি চ্যানেল ইউরোপ-আমেরিকায়, মার্কিন টিভি চ্যানেল অস্ট্রেলিয়ায় প্রচারিত হচ্ছে। অর্থ-বাণিজ্য-সংস্কৃতি-শিল্পের আদান-প্রদান হচ্ছে টেলিভিশন মাধ্যমে। এক নতুন বৈশ্বিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম টেলিভিশন। এটি এমন এক প্রতিষ্ঠান যা সমাজ-সংস্কৃতির অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে। সবচেয়ে বড় কথা, টেলিভিশন হয়ে উঠছে গণমানুষের মাধ্যম। পৃথিবীর প্রতিটি মাধ্যমেরই নিজস্ব দর্শক আছে, টেলিভিশন সেই অর্থে সর্বব্যাপী ও সর্বগামী একটি গণতান্ত্রিক মাধ্যম। কর্পোরেট অফিসার থেকে গৃহকর্মী সবার জন্যই টেলিভিশনের পর্দায় কোন না কোন উপাদান আছেই। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, ধনী, দরিদ্র সবাইকেই আপন করে নেয় টেলিভিশন। শুধু আপন করে নেয়া-ই নয়, সামাজিক ও ব্যক্তিক চরিত্র গঠনেও টেলিভিশন ভূমিকা রাখে। আমি কিন্তু যৌক্তিকভাবেই স্বপ্ন দেখি হানিফ সংকেত, শাইখ সিরাজ, মুস্তাফা মনোয়ারের মতো টেলিভিশন প্রতিভাদের স্পর্শ পেয়ে ধন্য হচ্ছে নানা দেশের টিভি পর্দা। চীনা ভাষায় ইত্যাদির সমকালীন কৌতুক, আরবী ভাষায় হৃদয়ে মাটি ও মানুষ কিংবা ফরাসী ভাষায় মুস্তাফা মনোয়ারের ‘পারুল কথা বলুক’ আমরা দেখতে চাই। আমরা এখনও দেশের গ-ির মধ্যেই ঘুরপাক খাচ্ছি। আমরা হাতের মুঠোয় বিশ্ব ধরার ক্ষমতা নিয়ে নিজের আঙিনায় বসে আছি। ভুলে গেলে চলবে না, আমাদের ছোট্ট বোকাবাক্স টেলিভিশনটি আমাদের ভাবনার চেয়েও অনেক বড়। মুলাদী, বরিশাল থেকে
×