ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুটিলতার কারখানা!;###;তামারা হুসেন

সমাজ ভাবনা ॥ এবারের বিষয় ॥ কী ভীষণ টেলিভিশন!

প্রকাশিত: ০৩:৩৫, ১৪ জুলাই ২০১৬

সমাজ ভাবনা ॥ এবারের বিষয় ॥ কী ভীষণ টেলিভিশন!

সারাদিন পর টেলিভিশন দেখতে বসলে মনে হয়, চ্যানেলগুলোর জবাবদিহিতা কোথায়? কে বা কারা তাদের মনিটর করে? একটা গবেষণা করে কি দেখা যায় না, কতজন দর্শক নিজ দেশের এবং কতজন পাশের দেশের চ্যানেল দেখছে? যারা দেখছে তারা কেন দেখছে? আমাদের নাটক কি কোন দিক দিয়ে মানে খারাপ? আমরা তাদের সিরিয়াল দেখছি কারণ ব্যস্ত জীবনে সারাদিন কাজের পরে সময়ের দাম অনেক বেশি। সংবাদ, বিজ্ঞাপন বিরতি এবং টকশোনির্ভর চ্যানেল নির্দিষ্ট সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু বা শেষ করে না, ফলে দর্শক পাশের দেশের অনুষ্ঠান দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমরা কি দেখছি? পরিবারে একজন ভিলেন রয়েছে যে সারাদিন মিথ্যা কথা বলে অন্যের ক্ষতি করে- সেটা তো আমাদের দেশের চিত্র না। তবে আমরা আস্তে আস্তে বদলে যাচ্ছি দিনের পর দিন তাদের দেশের সিরিয়াল দেখে। আরও ভয়াবহ ব্যাপার আমরা ক্রাইম পেট্রোল-এর মতো নাটক দেখে দিন শেষ করছি। সচেতন হতে যেয়ে আমরা কী শিখে নিচ্ছি? আমাদের কি নৈতিক অধঃপতন হচ্ছে? একদম সাধারণ খেটে খাওয়া দর্শক থেকে শুরু করে অভিজাত পরিবারের সদস্যরা দিনের পর দিন ভয়ংকর অপরাধনির্ভর নাটক দেখছে। এখন আমাদের সময় হয়েছে এ দিকে নজর দেবার। আমরা কেন জানার চেষ্টা করছি না কিভাবে প্রতিবেশি দেশ দর্শক ধরে রাখছে। তাদের দেশে নির্বাচনের আগে বা পরে কেন এত আলোচনা বা টক শো করতে হয় না? তাদের দেশের ব্যবসায়ীরা বা স্পন্সররা কিভাবে বিজ্ঞাপন দিচ্ছে? আমরা কি সরকারী পর্যায়ে তাদের সাথে আলোচনায় যেতে পারি না, যেন তারা এই ভয়ংকর অপরাধনির্ভর নাটক প্রচার বন্ধ করে? এই জগাখিচুড়ি অবস্থা কি আমাদের মূল্যবোধ নষ্ট করছে না? আজ থেকে ১০ বা ১৫ বছর পর কেমন পরিবার আমাদের হবে তাদের, যারা ছোটবেলা থেকে পরিবারের কুটিলতা ও অরুচিকর পলিটিক্স দেখে বড় হচ্ছে? তাদের কর্মজীবনে তারা কতোটা সময় মেনে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে? ধানমণ্ডি, ঢাকা থেকে
×