ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিএনজি চালককে হত্যা

চট্টগ্রাম কারাগারে ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ০৯:০৮, ১৩ জুলাই ২০১৬

চট্টগ্রাম কারাগারে ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড কার্যকর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিএনজি অটোরিক্সা চালক রবি দাসকে হত্যার দায়ে দুই পেশাদার ছিনতাইকারীর মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার রাত ১২টার পর তাদের ফাঁসি কার্যকর করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাউদ্দিন আহমদ রাত ১২টা ২৫ মিনিটে কারাগার থেকে বের হয়ে জানান, রাত ১২টা ১ মিনিটে দুইজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক, সিনিয়র জেল সুপার, জেল ডাক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর হওয়া দুজন হলো মোঃ সাইফুল ওরফে শহীদ এবং মোঃ শহীদুল্লাহ ওরফে শহীদ। এদের মধ্যে সাইফুল মীরসরাইয়ের উত্তর হাজীসরাই গ্রামের লেদু মিয়ার বাড়ির কামাল উদ্দিনের ছেলে এবং শহীদুল্লাহ মধ্যম সোনাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। এদিকে এ দুই আসামির মৃত্যুদ- কার্যকর করার মধ্য দিয়ে ১০ বছর পর আবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হয়েছে। এর আগে ২০০৭ সালে এখানে স্ত্রী হত্যার দায়ে দ-িত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের এক রাতে মীরসরাই উপজেলা সদর থেকে একটি সিএনজি অটোরিক্সা ভাড়া করে তিনজন ফটিকছড়ি যায়। ফটিকছড়িতে একটি নির্জনস্থানে চালককে খুন করে লাশ ফেলে রেখে তারা অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পরে সিএনজি অটোরিক্সাচালক নিখোঁজের ঘটনায় মীরসরাই থানায় একটি মামলা দায়ের হয় (মামলা নম্বর ০৮ (০৫) ২০০৪।) মরদেহ উদ্ধারের পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। মামলায় তিনজনকে আসামি করা হয়েছিল। ২০০৫ সালের ২৯ নবেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিন আসামিকে ফাঁসির দ- প্রদান করে। পরে আসামিরা হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপীল করে। আপীল বিভাগ একজনের সাজা কমিয়ে যাবজ্জীবন করে। অপর দুই আসামির ফাঁসির রায় বহাল রাখে।
×