ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুয়েট থেকে সন্দেহভাজন জঙ্গী আটক

প্রকাশিত: ০৮:৪০, ১৩ জুলাই ২০১৬

কুয়েট থেকে সন্দেহভাজন জঙ্গী আটক

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সন্দেহজনকভাবে চলাফেরা করায় একজনকে আটক করে খানজাহান আলী থানায় সোপর্দ করা হয়েছে। জঙ্গী সন্দেহে আটক ব্যক্তির নাম মোঃ আরজ আলী (২৫)। সে কুষ্টিয়ার কুমারখালীর ধলগ্রাম গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কুয়েট ক্যাম্পাসে ঘোরাফেরা করে। তার গতিবিধি সন্দেহজনক হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে। রাত সাড়ে নয়টার দিকে তাকে খানজাহান আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, জঙ্গী সন্দেহে আটক আরজ আলী কুষ্টিয়া সরকারী কলেজ থেকে সমাজ বিজ্ঞান (সম্মান) শেষপর্বের পরীক্ষা দিয়েছে বলে জানায়। সে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সহসভাপতি বলে নিজের পরিচয় দিয়েছে।
×