ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ॥ আহত তিন

প্রকাশিত: ০৬:৪২, ১৩ জুলাই ২০১৬

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ॥ আহত তিন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সলেমান হালদার (৭২) নামে এক মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতার বাড়িতে সোমবার রাতে হামলা, ভাংচুর ও বেদম মারপিট করেছে প্রতিপক্ষ। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে যুদ্ধাপারাধী মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা সলেমান হালদারের ছেলে লোকমান হালদার (৪৫), তার ভাতিজা সাবেক মেম্বার আলী হাওলদার (৫২), ভাগ্নী জামাই মনির খানকে (৩০) রক্তাক্ত জখম করে। তাদের বাগেরহাট সদর হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামে এই হামলা, মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি। মুক্তিযোদ্ধা সলেমান হালদার জানান, ইউসুফ হাওলাদারের নেশাখোর উচ্ছৃঙ্খল ছেলে সোমবার বিকেলে দেপাড়া মাদ্রাসার সামনে স্থানীয় কতিপয় ব্যবসায়ীকে গালিগালাজ করে তাদের দোকার বন্ধ করে দিতে চায়। তখন প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এরপর রাত আটটার দিকে মহসীন ও তার ভাই শুকুরের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল লোক লাঠিসোটা, অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। তারা প্রায় দু’ঘণ্টা ধরে তা-ব চালায়। বেপরোয়া ভাংচুর ও পরিবারের নারী-পুরুষ নির্বিশেষে সকলকে মারপিট করে। শিক্ষক পানিতে ডুবে নিখোঁজ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর কাজীরবাজার খেয়াঘাটে নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে কুয়ারপারের বাসা থেকে তিনি কলেজে যাওয়ার জন্য বের হন। পথে ব্রিজ দিয়ে না গিয়ে কাজীরবাজার খেয়াঘাট হয়ে নৌকায় সুরমা নদী পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান। ইউএনওকে স্ট্যান্ড রিলিজ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দকে স্ট্যান্ড রিলিজ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার স্ট্যান্ড রিলিজ সংক্রান্ত চিঠি তিনি (ইউএনও) হাতে পেয়েছেন বলে সংশ্লিষ্ট অফিস সূত্র নিশ্চিত করেছে। তবে আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে কে যোগদান করছেন তার কোন পত্র এখনও আগৈলঝাড়া ইউএনও অফিসে আসেনি। সংঘর্ষে আহত দুই নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১২ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল খালেক (৪০), আমিন রানা (২৮) নামে ২ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে খাস দাউদপুর ও খৈসার গ্রামের লোকদের মাঝে অস্ত্রের মহড়া ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে দাউদপুরের খেয়া ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানান, খাস কামলকাঠি এলাকার যুবলীগ নেতা নজরুলের সঙ্গে খৈসাইর এলাকার ইব্রাহিম ও সাত্তারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে খৈসাইর এলাকার হজু মিয়ার ছেলে আঃ খালেক (৪০) দাউদপুর আশুলিপাড়া বাজারে এলে দাউদপুর এলাকার সামসুল ও তার লোকজন খালেককে ঘরে আটকে রেখে মারধর করে এবং রক্তাক্ত যখম করে। এ সময় রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জিহাদী বইসহ জামায়াতের রোকন গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিপুল পরিমাণ জিহাদী বইসহ আবুল খায়ের (৩৭) নামে জামায়াতের এক রোকনকে গ্রেফতার করেছে রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকালে ওই নেতাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আবুল খায়ের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সাল্টি সাদুল্যাপাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। নারায়ণগঞ্জে পাঁচ খুন ॥ বাদীর সাক্ষ্যগ্রহণ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১২ জুলাই ॥ নারায়ণগঞ্জে একই পরিবারের দুই শিশুসহ পাঁচ খুনের মামলায় আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এ মামলার বাদী শফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে মামলার একমাত্র আসামি ভাগ্নে মাহফুজের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালত আগামী ৩১ জুলাই সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করে। পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন জানান, জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে পাঁচ খুনের মামলার বাদী শফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আদালত আগামী ৩১ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি রাত থেকে ১৬ জানুয়ারি সকাল পর্যন্ত নগরীর বাবুরাইল এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী ইসমাঈলের পাঁচতলা বাড়ির নিচতলার ভাড়াটে শফিকুল ইসলামের বাসায় ওই পরিবারের পাঁচজন তাসলিমা, তার দুই শিশুসন্তান শান্ত, সুমাইয়া, ভাই মোরশেদুল ও জা লামিয়া বেগমকে শ্বাসরোধ ও শিল-পুতা (ভারি বস্তু) দিয়ে আঘাত করে হত্যা করা হয়। শিবিরের ছয় নেতাকর্মী আটক ॥ ২১ ককটেল উদ্ধার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে জেলা শিবিরের সভাপতিসহ ৬ জন শিবিরের নেতাকর্মী ও ৪৩ জন বিভিন্ন মামলার আসামিকে আটক করেছে। এ সময় পুলিশ শিবিরের নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্ন প্রকারের বই ও ২১টি ককটেল উদ্ধার করে। পুলিশ ধারণা, আটককৃতরা জঙ্গী সম্পৃক্ততা থাকতে পারে। পুলিশ জানায়, সোমবার রাতে জেলার ১৩টি থানায় অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে একজন শিবির কর্মী। এছাড়া মঙ্গলবার সকালে পুলিশ জেলা শহরের লেবুর মোড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে জেলা শিবিরের সভাপতি আমানুল্লাহ সরকারসহ ৫ জন শিবিরের নেতাকর্মীকে আটক করে। অন্যরা হলো বীরগঞ্জ থানা শিবিরের সভাপতি হামিদুর রহমান, শিবির সদস্য তারিক আবেদীন, বিপ্লব, আল-আমিন হোসেন। পুলিশ তাদের কাছ থেকে ২১টি ককটেল, বিভিন্ন প্রকারের বই উদ্ধার করে। নৌকাডুবিতে ছাত্র নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১২ জুলাই ॥ উপজেলার হালদা নদীতে ঈদের দিনে নৌকাডুবির ঘটনায় মাদ্রাসা ছাত্র লিমনকে (১৬) এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে এক বৃদ্ধসহ ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে দু’সহোদরও রয়েছে। ভূজপুর থানাধীন পূর্ব সুয়াবিল এলাকার বাসিন্দা রিক্সাচালক মুহাম্মদ রুবেল প্রকাশ কামালের দুই পুত্রের মধ্যে রিপনকে শনিবার সকালে ঘটনাস্থল থেকে অনতিদূরে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা গেলেও তার অন্যপুত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র লিমনকে উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। তার খোঁজে স্বজনরা হালদার পাড়ে আর্তনাদ করছে। প্রকল্পের অগ্রগতি দেখলেন খুলনা ওয়াসা চেয়ারম্যান স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা ওয়াসার চেয়ারম্যান সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক মঙ্গলবার সকালে খুলনা পানি সরবরাহ প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন। তিনি প্রথমে রূপসা উপজেলার সামন্তসেনা এলাকায় রিজার্ভার ও ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজের সাইট ঘুরে দেখেন। এরপর রূপসা সেতুর বাইপাস সড়কে প্রকল্পের সাইট অফিস এবং নগরীর জোড়াগেটে নবনির্মিত ওয়াসা ভবন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ পিইঞ্জ, ওয়াসা বোর্ড সদস্য ও খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, ওয়াসা বোর্ড সদস্য ও কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলমগীর, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ওয়াসা বোর্ডের সদস্য ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এম ডি কামাল উদ্দিন আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক খান সেলিম আহম্মদ, ওয়াসার বোর্ড সদস্য আনিসুর রহমান পপলু ও আমিনুল ইসলাম মুন্না। প্রকল্প এলাকা পরিদর্শনকালে ওয়াসার চেয়ারম্যান সাংবাদিকদের জানান, ২ হাজার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর পানি এনে পরিশোধন করে নগরীতে সরবরাহের কাজ চলছে। ২০১৭ সালের জুনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। চকরিয়ায় তিন যুবক উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া ডুলাহাজারায় চায়ের দোকানে ইউরো ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় অস্ত্রের মুখে তিন যুবককে অপহরণের ২৩ ঘণ্টা পর টানা অভিযান চালিয়ে পুলিশ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। সোমবার রাত তিনটার দিকে পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে অপহরণকারী চক্রের সদস্যরা ওই তিন যুবককে ছেড়ে দিয়েছে বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি। উদ্ধারকৃত যুবকরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ভিলেজারপাড়ার কবির হোসেনের পুত্র মোহাম্মদ জিয়াবুল, রমজান আলীর পুত্র মোঃ জয়নাল উদ্দিন ও মিলন মুন্সীর পুত্র হেলাল উদ্দিন।
×