ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লোহাগড়া পৌরসভা

মেয়র পদে চার প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশিত: ০৬:৪১, ১৩ জুলাই ২০১৬

মেয়র পদে চার প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১২ জুলাই ॥ লোহাগড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা রিটার্নিং অফিসার সেখ আনোয়ার হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত লিপি খানম, বিএনপি মনোনীত প্রার্থী নেওয়াজ আহম্মেদ ঠাকুর, আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী লোহাগড়া উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। গলাচিপা পৌরসভা স্টাফ রিপোর্টার, গলাচিপা থেকে জানান, পটুয়াখালীর গলাচিপা পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার মেয়র পদে ৪ জন, ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আবদুল ওহাব খলিফা, বিএনপির ধানের শীষ প্রতীকে উপজেলা কমিটির সাবেক সভাপতি আবু তালেব মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল ইসলাম রনো ও মুঃ মামুন আজাদ মনোনয়ন দাখিল করেছেন। বাগমারায় বাংলা ভাইয়ের সহযোগী গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি’র) সেকেন্ড ইন কমান্ড প্রয়াত সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী আব্দুস সাত্তার ওরফে সাত্তার বিএসসিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি উপজেলার সাঁকোয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দেশব্যাপী জঙ্গী দমন অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে পুলিশের একটি দল উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্দুস সাত্তার বিএসসি ২০০৪ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে বাগমারাসহ বিভিন্ন অঞ্চলে নিরীহ মানুষকে বাড়ি থেকে ধরে এনে হকিস্টিক এবং লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা ও জখম করতেন। গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে এশিয়ান পেইন্টস কারখানায় মঙ্গলবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার এক কর্মকর্তা আহত হয়েছেন। আগুনে মেশিনপত্রসহ কারখানার বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভালুকা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, উপজেলার হবিরবাড়ি এলাকার সিডস্টোর বাজারে হাবিব মার্কেটে ‘খোরশেদ ইলেকট্রনিক্স এ্যান্ড হার্ডওয়্যার’ দোকানে মঙ্গলবার ভোর রাতে আগুন লেগে প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
×