ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের জঙ্গীবিরোধী সমাবেশ

প্রকাশিত: ০৬:৪০, ১৩ জুলাই ২০১৬

আওয়ামী লীগের জঙ্গীবিরোধী সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী হামলা ও হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। বাগেরহাট জঙ্গী হামলা ও গুপ্তহত্যার প্রতিবাদে মঙ্গলবার ফকিরহাট ও শরণখোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ফকিরহাট যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- এমএ দাউদ, শেখ মুনসুর আলী, আবুল কালাম আজাদ, সাহেব মল্লিক, ইউপি চেয়ারম্যান এসএম আবুল হোসেন, রেজাউল করিম ফকির, খান শামিম জামান পলাশ, শেখ শহীদুল ইসলাম, মোস্তাহিজ সুজা, ফকির কওসর আলী, শেখর রঞ্জন দেবনাথ, অমর ঘোষ, আসলাম মল্লিক, তুষার কু-ু, নিমূল দাশ, সরদার আমিনুর রশিদ মুক্তি, মেহেদী হাসান সবুজ, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মোস্তফা ফারুক হীরক প্রমুখ। অপরদিকে, শরণখোলায় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে এক সমাবেশ করেছে উপজেলা প্রশাসন। ইসলামিক ফাউন্ডেশন শরণখোলা শাখার আয়োজনে উপজেলা অডিটরিয়ম মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল ম-ল। সমাবেশে বক্তব্য দেন- শরণখোলা থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান মিলন, সম্পাদক হুমায়ুন কবির। শেরপুর রাজধানী ঢাকার গুলশানে হোটেল হলি আর্টিজান রেস্তরাঁ ও শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গীদের নৃশংস ও পৈশাচিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরের নকলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের আয়োজনে পার্টি অফিসের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওই মানববন্ধনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনসাধারণ অংশগ্রহণ করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১২ জুলাই ॥ ধলেশ্বরী নদীতে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথ অভিযান চালিয়ে নদী তীরে অবৈধভাবে গড়ে উঠা প্রভাবশালী দ্বীন ফার্নিচারের কারখানা গুঁড়িয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ ও ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জের চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদী তীরে অবৈধভাবে গড়ে উঠা দ্বীন ফার্নিচার কারখানা ভবনটি উচ্ছেদ করতে গেলে ওই প্রতিষ্ঠানের মালিক শামসুল হকের ছোট ভাই রকিবুল ইসলামসহ তার নিজস্ব লোকজন উচ্ছেদকারীদের বলেন, আমাদের স্থাপনা ভাঙ্গার দরকার নেই। বাল্যবিয়ে ॥ কাজীর জরিমানা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ জুলাই ॥ উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামে চাঁদমনি আকতার নামে এক নাবালিকা মেয়ের বিয়ে দেয়ার উদ্যোগ নেয়ার অপরাধে ওই গ্রামের কাজী (বিবাহ রেজিস্ট্রার) সোলায়মান আলী ও বরের মামা আশেক আলী এর ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই উপজেলার দহবন্দ গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে শহিদুল ইসলামের সঙ্গে মঙ্গলবার বিকেলে তারাপুর গ্রামের চান মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। বর পক্ষ মেয়ের বাড়িতে গিয়ে হাজির হয়। কাজীও বিয়ে পড়ানোর জন্য উপস্থিত হন। এ সময় খবর পেয়ে পুলিশ এসে কাজী এবং বরের মামাকে আটক করেন।
×