ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদালত থেকে ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান চম্পট

প্রকাশিত: ০৬:৪০, ১৩ জুলাই ২০১৬

আদালত থেকে ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান চম্পট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ আদালত হতে মঙ্গলবার দুপুরে চম্পট দিয়েছেন ম্যক্সিম গ্রুপের চেয়ারম্যান। জেলার এক শ’ গ্রাহকের কাছ হতে ৪৭ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান শহিদুল ইসলাম বারাকাতী আদালতে আসেন। এর আগে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১এর বিচারকের আদালতে হাজির হয়ে মামলা হতে ডিসচার্জের আবেদন করলে আদালত তাকে বাদীর সঙ্গে আপোস হয়ে পুনরায় আদালতে হাজির হতে বলে। কিন্তু মামলার আসামি শহিদুল ইসলাম বারাকাতী বাদীর সঙ্গে যোগাযোগ না করে আত্মগোপন করেন। পরে বিষয়টি বাদী আদালতকে অবহিত করলে আদালত শহিদুল ইসলাম বারাকাতীকে ৭ দিনের মধ্যে আপোস মীমাংসার আদেশ দিয়ে পুনরায় তারিখ ধার্য করে বলে আদালত সুত্রে জানা গেছে। টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের ম্যাক্সিম গ্রুপের ব্রাঞ্চটি ২০১৩ সালে গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাত করে উধাও হয়ে যায়। এ ঘটনায় লৌহজং উপজেলার খলাপাড়া গ্রামের হালিমা আক্তার বাদী হয়ে ৯ জনকে আসামি করে ২৭ এপ্রিল ২০১৩ এক শ’ গ্রাহকের পক্ষে মুন্সীগঞ্জ আদালতে সিআর মামলা করলে দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৫ এপ্রিল মুন্সীগঞ্জ আদালতে হাজির হলে আদালত শহিদুল ইসলাম বারাকাতীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে। এরপর জামিনে গিয়ে তিনি ওই মামলায় হাজিরা দিয়ে আসছিলেন। কিন্তু মঙ্গলবার ওই মামলার চার্জ গঠনের দিন ধার্য থাকায় তিনি ওই মামলা হতে ডিসচার্জ চাইলে আদালত তাকে বাদীর সঙ্গে আপোস করতে বললে তিনি আত্মগোপন করেন। হামদর্দ ভার্সিটি বাস উদ্বোধন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাসে সোমবার প্রফেসর ডা. এ. কে. আজাদ খানের সংবর্ধনা অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আহ্বানে ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও মানবসেবায় শতভাগ অবদান রাখতে এবং উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণা পর্যায়ে বিশ্বমানের পর্যাপ্ত সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ডিন হিসেবে বিশ্ব বরেণ্য চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ডা. এ. কে. আজাদ খান যোগদান করায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তানভীর আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। -বিজ্ঞপ্তি
×