ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় ডাকাতি

প্রকাশিত: ০৬:৪০, ১৩ জুলাই ২০১৬

সাতক্ষীরায় ডাকাতি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল শেখপাড়ায় এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ২ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি আইপিএস লুট করে নিয়ে গেছে। সোমবার রাত পৌনে তিনটার দিকে কলারোয়া পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বাঁকাল শেখপাড়া গ্রামের শেখ আব্দুল মোমেনের বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে। রায়পুর সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর থেকে জানান, রায়পুর থানা ভবনের পিছনে দুটি বিদ্যালয়ের অফিস কক্ষে ও এক ব্যবসায়ী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার মার্চেন্টস একাডেমি ও প্রাথমিক বিদ্যালয় এবং পৌর শহরের মধুপুর গ্রামের ব্যবসায়ী রুবেলের ঘরে মুখোশপরা সশস্ত্র ডাকাতরা হানা দেয়। স্কুল থেকে ডাকাতরা দেড় লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও এফবিসিসিআইয়ের সদস্য ব্যবসায়ী রুবেলের গ্রামের বাড়ি থেকে ১০ লাখ টাকার মাল লুটে নেয় ডাকাতরা। ট্রেনে কাটা পড়ে গেটম্যান নিহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নওয়াপাড়া শ্মশানঘাট এলাকায় ট্রেনে কেটে মোরশেদুল ইসলাম (৩৫) নামে এক গেটম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামে। তিনি নওয়াপাড়া রেলস্টেশনের অস্থায়ী গেটম্যান ছিলেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে মালবাহী একটি ট্রেন নওয়াপাড়ায় মালামাল খালাস করে দর্শনা হল্টের দিকে রওনা হয়। ব্রিজ ও সড়ক তিস্তায় বিলীন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তা নদীর ভাঙ্গনে মঙ্গলবার বিকেলে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়িতে ব্রিজ ও রাস্তাঘাট বিলীন হয়েছে। সেই সঙ্গে টেপাখড়িবাড়ি ২ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা শেল্টার কেন্দ্রটিতে প্রবেশ করেছে তিস্তা নদীর পানি। এর পাশাপাশি নতুন করে আরও ২৭টি বসতভিটা বিলীন হয়েছে। উজানের ঢলের সঙ্গে নদীর গতিপথ পরিবর্তনে এমনটি ঘটছে বলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে। ১০ মামলার আসামি মিঠুন চাকমা আটক পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ প্রধানমন্ত্রীর সমাবেশে বাধাদান, গাড়িতে অগ্নিসংযোগ, সরকারী কাজে বাধা দেয়াসহ ১০টি মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী মিঠুন চাকমাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে জেলা সদরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিঠুন চাকমা মৃত স্বপন কিশোর চাকমার ছেলে এবং আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সংগঠক।
×