ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি উন্নয়নে কমিউনিটি রেডিও অবদান রাখবে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ জুলাই ২০১৬

সংস্কৃতি উন্নয়নে কমিউনিটি রেডিও অবদান রাখবে ॥ তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ জুলাই ॥ গাইবান্ধার কমিউনিটি রেডিও ‘রেডিও সারাবেলা’র উদ্বোধনকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন, কমিউনিটি রেডিও জাতীয় টেকসই লক্ষ্যমাত্রা অর্জনসহ গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা ও জঙ্গীবাদ প্রতিরোধের পাশাপাশি এলাকার অবহেলিত সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কমিউনিটি রেডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এসকেএস ফাউন্ডেশন পরিচালিত জেলা শহরের রাধাকৃষ্ণপুর এসকেএস ইন এ কমিউনিটি রেডিও ‘রেডিও সারাবেলা’ ৯৮.৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার আশরাফুল ইসলাম, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পরিচালক (গবেষণা) ড. তাপস কুমার বিশ্বাস, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান, গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার, সাংবাদিক আবু জাফর সাবু, সাঘাটা উপজেলা চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সাভারে ১৫ দিন ধরে নিখোঁজ দিনমজুর নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ জুলাই ॥ ১৫ দিন ধরে মঙ্গল হোসেন (৩৭) নামের এক দিনমজুর নিখোঁজ রয়েছেন। তার কোন সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত অবস্থায়। ২৮ জুন সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা এলাকায় নিজ বাড়ির পাশ থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের বড় ভাই আজিজুর রহমান জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় সোমবার একটি জিডি করা হয়। ভিটামিন-এ ক্যাম্পেন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেনে গাজীপুর সিটি কর্পোরেশন আগামী শনিবার ৯৫ হাজার ৩৭৭ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়েছে। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) সচিব মোঃ আসলাম হোসেন, ডাঃ কাজী মোঃ আতিকুল ইসলাম প্রমুখ। মাছের পোনা অবমুক্ত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১২ জুলাই ॥ কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের মৌসুমে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ ছাড়া হয়েছে। মঙ্গলবার সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদমিনার ঘাটে সংসদ সদস্য উষাতন তালুকদার হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটি কেন্দ্রের ম্যানেজার কমান্ডার মাইনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আবদুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা এমএ বশর প্রমুখ উপস্থিত ছিলেন।
×