ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে গ্রেফতার চার জঙ্গী ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ জুলাই ২০১৬

সীতাকুণ্ডে গ্রেফতার চার জঙ্গী ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস, সীতাকুণ্ড সংবাদদাতা ॥ সীতাকু- থেকে গ্রেফতার আনসার উল্ল্যাহ বাংলা টিমের (এটিবি) ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার চট্টগ্রামে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ আদেশ দেন। সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতে এদের রিমান্ড প্রার্থনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ চারজন হলো- মুসআব ইবনে উমাইর, মোঃ শিপন ওরফে ফয়সাল, খোরশেদ আলম ও রাসেল মোহাম্মদ ইসলাম। সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে গত রবিবার রাতে পুলিশ সন্দেহভাজন হিসেবে এদের গ্রেফতার করেছিল। ওই অভিযানে সেখান থেকে উদ্ধার করা হয় কিছু ধারালো অস্ত্র, ৬টি মোবাইল ফোনসেট, ১টি করে ল্যাপটপ ও ট্যাব এবং সরকারবিরোধী কিছু প্রচারপত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেশকিছু তথ্য মিলে, যাতে পুলিশ নিশ্চিত হয় যে, তারা জঙ্গী। রিমান্ড মঞ্জুর হওয়া এ চারজনের উমাইর আনসার উল্ল্যাহ বাংলা টিমের বায়তুল মাল সম্পাদক। ফটিকছড়িতে জঙ্গী সন্দেহে যুবক আটক নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১২ জুলাই ॥ পুলিশ সোমবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার নাজিরহাট পৌর এলাকাধীন বাবুনগর বাঁধেরপাড় এলাকা থেকে মানিক মিয়া (২০) নামে এক সন্দেহভাজন জঙ্গী সদস্যকে আটক করেছে। জেলা পুলিশের একটি দল ফটিকছড়ি পুলিশের সহায়তায় জনৈক ইয়াহিয়া বৈদ্যের বাড়িতে পুলিশ এ অভিযান চালায়। কিশোরগঞ্জে অপহৃত ব্যবসায়ীর সন্ধান দাবি নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ জুলাই ॥ টঙ্গী হতে অপহৃত ব্যবসায়ী স্বামী আশরাফুল হক সুমনের সন্ধান দাবিতে কিশোরগঞ্জে স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে স্ত্রী প্রকৌশলী তাসমিয়াহ তাবাসসুম পিয়া কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ২৭ জুন দুপুরে টঙ্গী কলেজ গেট (আউচপাড়া) এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান তার স্বামীকে সাদা পোশাকের ৪/৫ জনের একটি দল অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে পরদিন টঙ্গী থানায় সাধারণ ডায়েরি করলেও এখনও পর্যন্ত পুলিশ তার স্বামীর সন্ধান দিতে পারেনি। গত ১৫ দিন ধরে তিনিসহ তার পরিবারের লোকজন প্রশাসনের বিভিন্ন দফতরে নালিশ করেও কোন ফল না পেয়ে প্রতিনিয়ত এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে স্বামীকে ফিরিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তৎসংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন। এ সময় প্রকৌশলী পিয়ার পিতা পারভেজ মোস্তফা কামাল, শ্বশুর মোছলেহ উদ্দিন মানিক, চাচাত ভাই গোলাম রব্বানী, ফুফাতো ভাই মোবারক হোসেন অপু, খালাতো ভাই ডাঃ নাঈম, ছোটভাই ইফতেখার পারভেজ প্রত্যয়সহ দু’পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর বন্দুকযুদ্ধে ডাকাত আহত নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১২ জুলাই ॥ রামগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় হারুন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার কাশিনগর গ্রামের খোয়াদ মাস্টার ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় উষাতন চাকমা ও নেছার আহম্মদ নামে দুই পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি এলজি, ৬ রাউন্ড গুলি, দুটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করে। গুলিবিদ্ধ হারুন ও দুই পুলিশ সদস্যকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হারুন রামগঞ্জ উপজেলার কাশিনগর গ্রামের শরবত আলীর ছেলে।
×