ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাজ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ জুলাই ২০১৬

কাজ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১২ জুলাই ॥ কাজ শেষ না করে জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের অধীনে নয়টি স্কুলের ওয়াশ প্রোগ্রামের আওতায় ওয়াশরুম নির্মাণের ৩৩ লাখ টাকা উত্তোলন করে নিয়েছে ঠিকাদার। এ নিয়ে চলছে তোলপাড়। গত অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের অধীনে নয়টি স্কুলের প্রাইমারী এডুকেশন ডিপ্লোমেন্ট প্রজেক্ট (পিইডিপি-৩) ওয়াশ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নির্মাণ প্রজেক্ট হাতে নেয়। স্কুলগুলো হচ্ছে কাজীর চওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহীদ শাহাজাহান কলোনি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, খালিশা বারাজান সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৃত্থিফাঁটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রুদ্বেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়। জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের কাজে তদারকির দায়িত্বে থাকা এসও আলী হোসেন জানান, কাজ এখন শেষ হয়নি। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাতেমী ট্রেডার্সকে ৩৩ লাখ টাকা বিল দেয়া হয়েছে। ১৩ ও ২৮ জুন দুই দফায় বিল দেয়া হয়। কোন নৈতিকতায় কিভাবে এই বিল দেয়া হয়েছে তা নির্বাহী প্রকৌশলী বাদশা আলম জানেন। সাধারণ ঠিকাদারের মাঝে মঙ্গলবার ঘটনাটি প্রচার হলে তোলাপাড় সৃষ্টি হয়ে যায়। নির্বাহী প্রকৌশলী বাদশা আলমের বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তিনি ব্যস্ত আছেন বলে বিষয়টি এড়িয়ে গেছেন। সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ২ চোরাকারবারি আহত স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা সদর ও দেবহাটায় সোমবার রাতে পৃথক বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছে। তাদের পুলিশ পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুই যুবক হলেন, সাতক্ষীরা পৌর এলাকার মধুমোল্লারডাঙ্গির নারায়ন সরকারের ছেলে বিশ্বজিত সরকার ও দেবহাটার বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুল মোল্লার ছেলে মোঃ নুরুজ্জামান। পুলিশের দাবি, তারা দুজনেই মাদক চোরাকারবারি। পুলিশ জানায়, মাদক বেচাকেনার খবর পেয়ে টহল পুলিশ সোমবার রাতে সদর উপজেলার ইসলামপুরের বেজেরডাঙ্গায় অভিযান চালায়। সেখানে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে একব্যক্তি আহত হন। আহত বিশ্বজিত সরকার একজন মাদক চোরাকারবারি। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও কয়েক বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় অন্যরা পালিয়ে যায়। একই সময় দেবহাটা থানা পুলিশ মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে পুষ্পকাটি গ্রামের ইটভাঁটির কাছে গেলে তাদের ওপর বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক যুবক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ নুরুজ্জামানও একজন মাদক চোরাকারবারি। বিএনপি নেতা গ্রেফতার জেলা বিএনপির সাধারণ সম্পাদক লাবসা ইউপি চেয়ারম্যান আবদুল আলিম ও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে আবদুল আলিমকে সাতক্ষীরার তালতলার মিলবাজার এলাকা থেকে এবং হাবিবুর রহমান হবিকে বাঁকাল এলাকা থেকে পুলিশ তুলে নিয়ে আসে।
×