ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইচপিতেও নেই শামসুর

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ জুলাই ২০১৬

এইচপিতেও নেই শামসুর

স্পোর্টস রিপোর্টার ॥ বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ইঙ্গিত দিয়েছিলেন, শামসুর রহমান শুভ যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক দলে জায়গা পাননি, তাই তাকে বিসিবির হাই পারফর্মেন্স প্রোগ্রামে (এইচপি) রাখা হতে পারে। নান্নু বলেছিলেন, ‘আমরা শামসুর রহমানকে এইচপির ব্যাটিং ইউনিটে অন্তর্ভুক্ত করব। সেটা হয়ত তার জন্য আরও ভাল হবে।’ কিন্তু তা হলো না। এইচপিতেও জায়গা হলো না শামসুরের। অথচ এইচপির দলে ২৪-২৫ জন করা হয়েছে। মঙ্গলবার মিডলঅর্ডার কোঠায় ঢাকা লীগে এবার সিসিএসের হয়ে খেলা সালমান হোসেন ইমনকে যুক্ত করা হয়েছে। কিন্তু শামসুরের স্থান আর হলো না। ১৭ জুলাই শুরু হবে হাইপারফর্মেন্স প্রোগ্রামের কার্যক্রম। শুরুতে এ প্রোগ্রামে ২৪ ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন। এবার একজন বাড়ানো হয়েছে। ১৬ জুলাই জাতীয় ক্রিকেট একাডেমিতে সুযোগ পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। এইচপির তত্ত্বাবধানের দায়িত্বে এবার থাকবেন অস্ট্রেলিয়ান সাইমন হেলমট। এইচপির জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ান সিমন হেলমটকে এইচপির নতুন কোচ দিল বোর্ড। অস্ট্রেলিয়া টি২০ দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন ৪৪ বছর বয়সী হেলমট। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কমকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন আগেই জানিয়েছেন, ‘আমাদের এইচপি প্রোগ্রামে প্রধান কোচ হিসেবে তিনি (হেলমট) যোগ দিয়েছেন। এ বছরের সার্বিক দায়িত্ব ওনাকে দেয়া হয়েছে। পারফর্মেন্সের ভিত্তিতে তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেয়া হবে।’ আপাতত দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়া না হলেও তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি, ‘এইচপিতে মূলত দিনের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। তবে তাকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।’ ব্যাটিং, বোলিং, ফিল্ডিংসহ বিভিন্ন বিভাগে বিশেষায়িত ট্রেনিং প্রোগ্রাম পরিচালিত হয় এইচপিতে। এবারের কার্যক্রমে প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া হেলমট ২০০৭ সালে ভিক্টোরিয়া বুশ রেঞ্জার্স হাইপারফর্মেন্স স্কোয়াডের ম্যানেজার ছিলেন। ২০০৮ সালে ভারত সফরের অস্ট্রেলিয়া ‘এ’ দলেরও কোচ ছিলেন তিনি। একই বছর ভিক্টোরিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন হেলমট। এছাড়া ২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়ান টি২০ লীগ বিগ ব্যাশের প্রথম আসরে মেলবোর্ন রেনিগেডসের কোচ ছিলেন তিনি। সহকারী কোচ হিসেবে কাজ করেছেন সিপিএল, আইপিএলের মতো টুর্নামেন্টেও। এইচপির দায়িত্ব বুঝেও নিয়েছেন হেলমট। ১৭ জুলাই ২৫ ক্রিকেটারকে নিয়ে তার প্রোগ্রামও শুরু হয়ে যাবে। দল ॥ টপ অর্ডার ব্যাটসম্যানÑ সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ; মিডলঅর্ডার ব্যাটসম্যানÑ মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোঃ আল আমিন, তাসামুল হক রুবেল, সালমান হোসেন ইমন; অলরাউন্ডারÑ মেহেদী হাসান, সাইফুদ্দিন, আলাউদ্দিন বাবু; পেস বোলারÑ মোঃ আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাশিষ রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, স্পিন বোলারÑ সানজামুল ইসলাম, নুরু হোসেন মুন্না, তানভির হায়দার খান, সাকলায়েন সজিব; উইকেটরক্ষকÑ ইরফান শুকুর, জাকির হাসান। গ্র্যান্ডমাস্টার রাজীব পেলেন এক লাখ টাকা পুরস্কার স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা সোমবার শেষ হলেও জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জে মঙ্গলবার অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব চ্যাম্পিয়ন হিসেবে এক লাখ, বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব রানারআপ হিসেবে ৭৫ হাজার, বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তৃতীয় হিসেবে ৩৫ হাজার, হাসান মেমোরিয়াল চেস ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ হিসেবে ৩৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার লাভ করেন। বিভিন্ন ক্যাটাগরিসহ মোট ৬৫ দাবাড়ু এ টুর্নামেন্টে মোট পাঁচ লাখ টাকার অর্থ পুরস্কার লাভ করেন। প্রাইম ব্যাংক রেটিং দাবা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে প্রাইম ব্যাংক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উনবিংশ আসর আগামী বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে ফেডারেশনের দাবা কক্ষে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত।
×