ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যেখানে গেইলের পরই গাপটিল

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ জুলাই ২০১৬

যেখানে গেইলের পরই গাপটিল

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) চতুর্থ ম্যাচে ৪৩ রান করেছেন মার্টিন গাপটিল। এর মধ্য দিয়ে সকল ধরনের (আন্তর্জাতিক ও ক্লাব) টি২০তে ৫ হাজার রানের মাইল ফলক ছুঁয়েছেন ব্ল্যাক ক্যাপস তারকা। গাপটিলকে নিয়ে এ তালিকায় সদস্য ২৩ জন। সেই দৃষ্টিতে অর্জনটা খুব বড় নয়। তবে একটা জায়গায় তিনি দ্বিতীয়। টি২০তে ৫ হাজারি ক্লাবে নাম লেখাতে ১৬৩ ইনিংস খেলেছেন ২৯ বছর বয়সী। রেকর্ডটা ক্রিস গেইলের দখলে। টি২০তে ৫ হাজার রান করতে ক্যারিবীয় ব্যাটিং দানবের লাগে ১৩২ ইনিংস। টি২০’র অন্য অনেক রেকর্ড যেভাবে নিজের করে রেখেছেন, তাতে এই রেকর্ডটাও গেইলের না হলে চলে কি করে? টি২০’র ফেরিওয়ালা নামটার সার্থকতা প্রমাণ করতে হবে না। টি২০তে সবচেয়ে বেশি রানের মালিকও তিনি (৯,৪০২)। শুধু আন্তর্জাতিক টি২০ হিসেব করলে সবচেয়ে বেশি রান অবশ্য গেইলের নন, সেখানে তিনি নবম (১৫১৯ রান)। শীর্ষস্থানটা গত ফেব্রুয়ারিতে ক্রিকেটকে বিদায় বলে দেয়া ব্রেন্ডন ম্যাককুলামের (২১৪০ রান)। ২০০৯ সালে অভিষেক হলেও গাপটিল সেভাবে লাইমলাইটে ছিলেন না। গত ৫০ ওভারের বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি (২৩৭*) হাঁকিয়ে তাক লাগিয়ে দেন। মজার বিষয়, টেস্টে না হলেও ওয়ানডে, প্রথম শ্রেণী এবং লিস্ট-এ তিন ধরনের ক্রিকেটেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এ ব্যাটসম্যান। সেঞ্চুরি আছে সব ধরনের টি২০তে। রাজনীতিতে আপত্তি নেই আফ্রিদির স্পোর্টস রিপোর্টার ॥ মানবসেবায় রাজনীতি কিছুটা হলেও সহায়ক বলে মনে করেন পাকিস্তানী তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেয়ার আশা রাখি। তবে কেউ কেউ তাতে না জড়ানোর পরামর্শও দিয়ে থাকেন। আমার দৃষ্টিতে রাজনীতিবিদরা হলেন জনগণের সেবক। আমিও চাই জনগণের সেবা করতে।’ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের লক্ষ্যহীন ভবিষ্যতটা হয়ত দেখতে পাচ্ছেন আধুনিক পাকিস্তানের জনপ্রিয় অলরাউন্ডার। তাই হয়তো আগেভাগেই নিজের ভবিষ্যত ঠিক করতে চাইছেন। অবশ্য বর্তমানে দাতব্য কাজের দিকেই বেশি মনোযোগ দিতে চাচ্ছেন দেশটির সাবেক এই টি২০ অধিনায়ক।
×