ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী তিনদিনের মধ্যে বাফুফের সঙ্গে চূড়ান্ত চুক্তি

মামুনুলদের নতুন কোচ বেলজিয়ামের টম

প্রকাশিত: ০৬:৩২, ১৩ জুলাই ২০১৬

মামুনুলদের নতুন কোচ বেলজিয়ামের টম

স্পোর্টস রিপোর্টার ॥ একটু ব্যতিক্রমভাবেই বাংলাদেশ ফুটবলের সঙ্গে পথচলা শুরু করলেন টম সেইন্টফিট। কথা ছিল ৪৩ বছর বয়সী এই ‘হাই-প্রোফাইল’ কোচ মঙ্গলবার ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেবেন এবং সেদিন থেকেই দলকে অনুশীলন করানো শুরু করবেন (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, বিকেল সাড়ে ৪টা থেকে)। সবকিছুই ঠিকঠাক মতোই হয়েছে। কিন্তু আসল যেই কাজটা- সেটাই হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে লিখিত চুক্তি। চুক্তি ছাড়াই মামুনুলদের কোচ হিসেবে কাজ শুরু করেছেন এই বেলজিক কোচ। তার মানে লৈখিক নয়, টম এখন বাংলাদেশ দলের মৌখিক কোচ। টম মঙ্গলবার থেকে তার কাজ শুরু করেছেন সম্পূর্ণ মৌখিক আশ্বাসের ওপর ভিত্তি করে। কেন এমনটা হলো? টম আসার দু’দিন আগে বাফুফে চুক্তির বিস্তারিত ই-মেইলে তাকে পাঠিয়েছিল। যখন তা পাঠানো হয়, তখন তিনি বিমানে। চুক্তিপত্রে বাফুফের কিছু শর্ত সেখানে ছিল। টম তা পড়েছেন ঠিকই, কিন্তু চুক্তির একাধিক বিষয় তার কাছে পরিষ্কার হয়নি। এজন্য মঙ্গলবার বাফুফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে (সে বৈঠকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন) তিনি লিখিত চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি। বরং বলেন- চুক্তিটি তিনি বেলজিয়ামে তার আইনজীবীর কাছে পাঠিয়েছেন। তার আইনজীবীর মাধ্যমে সেটা ভালমতো বুঝে আগামী তিনদিনের মধ্যে চুক্তি স্বাক্ষরের কাজটি শেষ করে ফেলতে পারবেন। এ প্রসঙ্গে টম বলেন, ‘গতকাল যখন বিমানে ছিলাম, তখনই চুক্তির খসড়াটা পাই। আজ ভোরে ঢাকায় পৌঁছেছি। আসলে ঘুমাতে পারিনি। চুক্তিটাও অল্পস্বল্প দেখেছি এবং এটা আমার আইনজীবীকে পাঠিয়েছি। আশা করি আগামী তিনদিনের মধ্যে চুক্তির বিষয়টা চূড়ান্ত হবে।’ এদিকে বাংলাদেশে আসার আগেই নাইজিরিয়ান জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে টমের। ‘অল আফ্রিকা’ ওয়েবসাইট জানিয়েছে নাইজিরিয়া জাতীয় ফুটবল দলের হেড কোচ হওয়ার দৌড়ে থাকা তিন কোচের সংক্ষিপ্ত তালিকায় টম সেইন্টেফিটের নামটিও আছে। এ প্রসঙ্গে টমের ভাষ্য, ‘আমিও আপনাদের মতোই একই তথ্য ইন্টারনেটের মাধ্যমে পেয়েছি। কোচ হিসেবে যেহেতু বেকার ছিলাম, সেহেতু গত দুই মাস বিভিন্ন ক্লাব ও ফেডারেশনে সিভি দিয়েছিলাম। নাইজিরিয়ার তাদের মধ্যে একটি। তবে এ মুহূর্তে আমি নাইজিরিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোন তথ্য বা নিমন্ত্রণপত্র পাইনি।’ আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভুটানের বিপক্ষে হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে অফ খেলবে বাংলাদেশ। আপাতত শুধু এই দুই ম্যাচ এবং তিন মাসের জন্যই নিয়োগ দেয়া হচ্ছে টমকে। বাংলাদেশ যদি জিতে কোয়ালিফাই করে পরের পর্বে যেতে পারে, তাহলে টমের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার কথা রয়েছে বাফুফের। ভুটান ম্যাচ উপলক্ষে আগামী ১৫ ও ১৭ জুলাই নেপালের বিপক্ষে ঢাকায় দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলার পরিকল্পনা ছিল বাফুফে। সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। কয়েকদিন ধরে ম্যাচটি নিয়ে দুই দেশের ফেডারেশনের মধ্যে আলোচনা চলছিল। ম্যাচ দুটি আয়োজন থেকে সরে যাওয়া প্রসঙ্গে বাফুফের ভাষ্যÑ ফেডারেশন কাপের পর ফুটবলাররা ক্লাব থেকে ছুটিতে ছিলেন। তারা অনুশীলনে ছিলেন না। এ অবস্থায় মাত্র ৩/৪ দিনের প্রস্তুতি নিয়ে ম্যাচ সমীচীন নয়। তাই নেপালকে ‘না’ বলে দেয়া হয়েছে। তবে এখন না হলেও আগামী মাসের যেকোন সময় ম্যাচ দুটি আয়োজন করার কথা ভাবছে বাফুফে। ভুটান ম্যাচ প্রসঙ্গে টম বলেন, ‘এখন আপাতত দৃষ্টি ভুটান ম্যাচের জন্য। যখন এ দুটো ম্যাচ শেষ হবে, তখন আশা করি বাংলাদেশ কোয়ালিফাই করে বাছাইপর্বে যেতে পারবে। এরপরই আরও দীর্ঘমেয়াদের ভবিষ্যত নিয়ে ভাবব।’ টম বাংলাদেশ দল প্রসঙ্গে বলেন, ‘আমি যদি বাংলাদেশ নিয়ে আগ্রহী না হতাম তাহলে গতকাল বিমানেও উঠতাম না, আজ এখানেও থাকতাম না। আমি খুব অল্প সময়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়েছি এবং তাদের কাছে আমার প্রত্যাশার কথা জানিয়েছি। একটা দল হিসেবে, একজন পেশাদার হিসেবে লক্ষ্য পূরণের করণীয়গুলো বলেছি। ছেলেদের কাছে তাদের সর্বোচ্চটা আশা করি লক্ষ্য পূরণের জন্য।’ বাফুফে সভাপতির সঙ্গে টমের কি ধরনের আলোচনা হয়েছে? ‘তাকে নিয়ে বাফুফের আপাতত পরিকল্পনা হচ্ছেÑ আগামী ১৮ জুলাই পর্যন্ত তিনি দলকে অনুশীলন করাবেন। তারপর সব ফুটবলাররা চলে যাবেন নিজ ক্লাবে লীগ খেলার জন্য। যে ৫টি ক্লাব থেকে ফুটবলাররা এসেছেন, সেই ক্লাবগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করব যাতে টম প্রতিনিয়ত ক্লাব পরিদর্শনে যেতে পারে। ম্যাচ ছাড়া তিনি যেন ক্লাবের অনুশীলন দেখতে পারেন এবং ক্লাব কর্তৃপক্ষকে তিনি তার পরামর্শ দিতে পারেন। এতে তিনি সারাক্ষণই খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারবেন।’ ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি আরও বলেন, ‘টমের সঙ্গে আলোচনায় দলের সেট-পিস, ফিনিংশের দুর্বলতা তুলে ধরেছি। বিদেশে গেলে কি হয়, আমাদের অভাব, লীগ কিভাবে হয়- এসব বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে, তিনি নোট নিয়েছেন।’ নাবিল আরও জানান, ফিটনেস ট্রেনার ও গোলরক্ষক কোচ নিয়ে কথা চলছে। আগের গোলরক্ষক কোচের সঙ্গে (জার্মানির ক্রিস্টিয়ান শোয়েচলার) কথা চলছে। টমের বেতন কি ক্রুইফের চেয়ে বেশি, না কম হবে? ‘বর্তমানে ট্রায়াল স্যালারি হিসেবে রাখা হয়েছে। দীর্ঘ সময়ের জন্য চুক্তি হলে স্যালারির পরিমাণ বাড়ানো হতে পারে। আগের চেয়ে এবারে চুক্তিতে ক্লজ কম আছে। এবার চুক্তিতে বিরোধের জায়গা কম আছে।’ নাবিলের জবাব। জানা গেছে টম ২১ জুলাই ব্যক্তিগত কাজে নিজ দেশে চলে গিয়ে ২৮ জুলাই বাংলাদেশে ফিরে আসবেন। এখন দেখার বিষয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অষ্টাদশ বিদেশী কোচ হিসেবে ‘ভুটান মিশন’-এ সফল হন কিনা টম সেইন্টফিট।
×