ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ক্রিকেট নিয়ে মানির দুশ্চিন্তা!

প্রকাশিত: ০৬:৩১, ১৩ জুলাই ২০১৬

বাংলাদেশের ক্রিকেট নিয়ে মানির দুশ্চিন্তা!

স্পোর্টস রিপোর্টার ॥ নিজের ঘরের খবর নেই। নিজের ঘরে সুখ নেই। আরেক ঘরের খবরে দুশ্চিন্তায় আইসিসির সাবেক প্রেসিডেন্ট পাকিস্তানের এহসান মানি। গুলশানে জঙ্গী হামলায় ইংল্যান্ড জাতীয় দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, এ ভেবে মানি দুশ্চিন্তায় আছেন। মনে করছেন, বাংলাদেশেরও না আবার পাকিস্তানের মতোই অবস্থা হয়। পাকিস্তানে এখন শক্তিশালী কোন টেস্ট খেলুড়ে দলই খেলতে যায় না। গুলশানের জঙ্গী হামলার ঘটনায় বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ভাবছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ পরিপ্রেক্ষিতে মানি বলেছেন, ‘পাকিস্তানে জঙ্গী হামলার ঘটনার পরে অনেক ক্ষতি হয়েছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড এখনও মাসুল দিচ্ছে তার। কোন দেশই পাকিস্তান সফরে আসতে রাজি হচ্ছে না।’ সঙ্গে যোগ করেন, ‘ইংল্যান্ড সহসাই বাংলাদেশ সফরে আসবে না। অন্য দেশগুলোতে বাংলাদেশকে ভিন্নভাবে দেখতে চাইবে। তাতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ক্রিকেট। পাকিস্তানের মতো আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে এই ধাক্কা সামলে ওঠার জন্য সময় নিতে হবে।’ গুলশানের জঙ্গী ঘটনায় এবং সন্ত্রাসী হামলার কারণে বাংলাদেশের ক্রিকেট পাকিস্তানের মতো বিপদে পড়বে বলে মনে করেন আইসিসির সাবেক এ প্রেসিডেন্ট, ‘রাজধানীর এই ঘটনার পর ইংল্যান্ডকে ঢাকায় নেয়া কঠিন হয়ে পড়বে।’ সম্প্রতি এক সাক্ষাতকারে পাকিস্তানের বর্ষীয়ান এই ক্রীড়া সংগঠক আরও জানান, ‘আমার শঙ্কা হচ্ছে ঘটনার পর থেকে বিদেশীদের ঢাকায় খেলানো কঠিন হয়ে পড়বে।’ আগে একবার ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দল নিরাপত্তার শঙ্কায় ঢাকা থেকে ফিরে গিয়েছিল। কয়েক বছর আগে আবার অস্ট্রেলিয়া তাদের সিরিজ স্থগিত করেছিল। এমনকি তারা তাদের অনুর্ধ-১৯ দলকে বিশ্বকাপেও খেলতে পাঠায়নি। সম্প্রতি ঢাকার গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে ভয়াবহ জঙ্গী হামলার ঘটনা ঘটে। পাকিস্তান দেশের মাটিতে ক্রিকেট খেলতে না পারায় আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত সেই ২০০৭ সাল থেকে তাদের দেশে খেলতে যাচ্ছে না। মানি বলেন, ‘আমি আগেই বলেছি, পিসিবির অবশ্যই সরকারী হস্তক্ষেপ বন্ধ করে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভারত তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে, ততক্ষণ আইসিসির টুর্নামেন্টে তাদের সঙ্গে খেলা বন্ধ করা উচিত।’ তবে বিসিবি কিন্তু বসে নেই। মানিরা যতই শঙ্কা প্রকাশ করুক, ইংল্যান্ডকে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। পাকিস্তানের মতো অবস্থা বাংলাদেশে হয়নি। শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে কোন দল খেলতে যায় না। পাকিস্তানে সারাক্ষণই অস্থির অবস্থা বিরাজ করছে। বাংলাদেশে সেইরকম কোন পরিস্থিতি নেই।
×