ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুর চিনিকলের জমিতে উচ্ছেদ অভিযান, আদিবাসীদের প্রতিরোধে আহত ৯

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ জুলাই ২০১৬

রংপুর চিনিকলের জমিতে উচ্ছেদ অভিযান, আদিবাসীদের প্রতিরোধে আহত ৯

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ জুলাই ॥ গাইবান্ধার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের সরকারী জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা কিছু ঘর উচ্ছেদ করাকে কেন্দ্র করে মঙ্গলবার সাহেবগঞ্জ ইক্ষু খামারের আবাসিক কোয়ার্টার, খামার কার্যালয় ভাংচুরসহ কাগজপত্র তছনছের ঘটনা ঘটেছে। এছাড়াও গুলি ও তীর-ধনুকের আঘাতে পুলিশসহ উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তীরবিদ্ধ খামারের পাহারাদার বাদশা মিয়াকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এলাবাসী ও খামার কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুরে পুলিশের একটি সাঁজোয়াযান নিয়ে র‌্যাব, পুলিশ ও চিনিকলের শ্রমিক কর্মচারী কর্মকর্তারা যৌথভাবে সাহেবগঞ্জ এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় সাহেবগঞ্জ এলাকায় নির্মাণ করা ১৫টি অস্থায়ী ঘর ভেঙ্গে তাতে আগুন লাগানো হয়। এ ঘটনায় দখলকারী ও উচ্ছেদকারীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে জমির দাবিদার লোকজন তীর-ধনুকসহ ধারালো অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। বিকেলের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরে এলে উত্তেজিত লোকজন সাহেবগঞ্জ ইক্ষু খামারের আবাসিক কোয়ার্টার, খামার কার্যালয় ও সেখানে থাকা বেশ কিছু মোটরসাইকেল ও সাইকেল ভাংচুর করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও খামারের নিরাপত্তার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×