ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

সাখাওয়াতসহ ৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ জুলাই ২০১৬

সাখাওয়াতসহ ৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরদ্ধে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন পক্ষ। আসামি পক্ষ যুক্তিতর্ক শুরু করেছে। আজ আসামি পক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করার পর পুনরায় প্রসিকিউশন আইনী বিষয়ে যুক্তি উপস্থাপন করবেন। অন্যদিকে জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার আদেশ প্রদান করেছে। যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন ছাড়াও অপর ৮ আসামি হলেন, মোঃ বিল্লাল হোসেন (৭৫), মোঃ ইব্রাহিম হোসেন (৬০), শেখ মোহাম্মদ মুজিবর রহমান (৬১), মোঃ আঃ আজিজ সরদার (৬৫), আঃ আজিজ সরদার (৬৬), কাজী ওহিদুল ইসলাম (৬১), মোঃ লুৎফর মোড়ল (৬৯), আব্দুল খালেক মোড়ল (৬৮)। এদের মধ্যে সাখাওয়াত হোসেনসহ ৩ জন গ্রেফতারের পর কারাগারে রয়েছেন। বাকিরা পালাতক। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করার পর আসামি পক্ষ তাদের প্রাথমিক যুক্তি উপস্থাপন শুরু করেছে। একই সঙ্গে আজ বুধবার মামলায় সর্বশেষ যুক্তি উপস্থাপনের জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা। অপরদিকে আব্দুস সাত্তার পালোয়ান এবং অন্যদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান। এম এ হান্নান জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সোমবার আটজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয়। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য মঙ্গলবার দুই মাস সময়ের আবেদন করে। এর ওপর শুনানি নিয়ে ট্রাইব্যুনাল ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন পরে জনকণ্ঠকে বলেন, ‘আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আমরা দুই মাস সময়ের প্রার্থনা করি। ট্রাইব্যুনাল ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে।’ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ হান্নানসহ গ্রেফতার আসামিদের এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় বলে জানান প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। গ্রেফতার অন্য আসামিরা হলেন- সাংসদ হান্নানের ছেলে মোঃ রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬৩), মোঃ হরমুজ আলী (৭৩)। আসামি মোঃ ফখরুজ্জামান (৬১), মোঃ আব্দুস সাত্তার (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩) পলাতক রয়েছেন। চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুম- এ সাত ধরনের অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়। ২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে এজাহারটি গ্রহণ করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। তদন্ত সংস্থা ওই বছরের ২৮ জুলাই তদন্ত শুরু করে এ বছরের ১১ জুলাই তা শেষ করে।
×