ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

আলোকচিত্রে সরদার ফজলুল করিমের যাপিত জীবন

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ জুলাই ২০১৬

আলোকচিত্রে সরদার ফজলুল করিমের যাপিত জীবন

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য এক জীবন পাড়ি দিয়েছিলেন সরদার ফজলুল করিম। ইতিহাসের বাঁকে বাঁকে রেখেছেন অসামান্য অবদান। চল্লিশের দশক থেকে শুরু করে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধু হত্যাকা-, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বাংলা ও বাঙালী জাতির ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের রেখেছেন বিশেষ ভূমিকা। প্রখ্যাত এই দার্শনিক ও শিক্ষাবিদের জীবনের কিছুটা অংশ মেলে ধরা হয়েছে আলোকচিত্রে। আলো-ছায়ার খেলায় ফ্রেমবন্দী হয়েছেন মানবতাবোধের দর্শনে বিশ্বাসী এই জ্ঞানতাপস। তাঁর সেই আলোকিত জীবনের কিছুটা মুহূর্ত ধারণ করেছেন আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদ ইফতি। সেই সব ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে প্রদর্শনী। শিরোনাম এ ফিলোসফারস পোর্ট্রেট। ছবিগুলো নানা অভিব্যক্তিতে ধরা দিয়েছেন সরদার ফজলুল করিম। দৃশ্যমান হয়েছে পড়ার ঘরে কাটিয়ে দেয়া তাঁর একান্ত সময়টি। আরেক ছবিতে লাঠিতে ভর করে ঢাকা বিশ^বিদ্যালয়ের কলাভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। আছে জš§দিনে সুহƒদের ভালবাসায় সিক্ত হওয়া ছবি। একটি ছবি মনে করিয়ে দেয় জ্ঞানতাপসের সরল জীবনের চিত্র। মানুষকে ভালবাসার দৃশ্যকাব্য মেলে ধরা ফ্রেমে এক রিক্সাচালকের সঙ্গে গল্পরত অবস্থায় দেখায় সরদার ফজলুল করিমকে। তাঁর যাপিত জীবনের এমন নানা মুহূর্তের ৪০টি ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। অধিকাংশ আলোকচিত্রের মাধ্যম সাদাকালো। এর মধ্যে একই অভিব্যক্তির ফ্রেম রয়েছে কয়েকটি। মোটা ফ্রেমের চশমা পরিহিত কাশবনের মতো সাদা চুলের ফজলুল করিমের মৃদু হাসিমাখা মুখের ছবিগুলো দারুণভাবে নজর কাড়ে। চোখে কলাভবনের সামনে অপারজেয় বাংলার পাশে তার দৃপ্ত পদচারণা। পড়ার ঘরে শত শত বইয়ের মাঝে অবস্থানটি যেন বলে দেয় জ্ঞানের সাধনা ছিল তাঁর জীবনাচারের অনিবার্য অংশ। ফ্রেমবন্দী রয়েছে তাঁর ৮৬তম জš§দিন উদ্যাপনের নানা মুহূর্তও। শুভাকাক্সক্ষীদের ভালবাসায় সিক্ত হয়ে জ্ঞানতাপসের মুখশ্রীর প্রশান্তিময়তা চমৎকারভাবে তুলে ধরেছেন আলোকচিত্রী ইফতি। প্রদর্শনী প্রসঙ্গে আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদ ইফতি বলেন, সরদার স্যারের মতো সাদা মনের মানুষ খুঁজে পাওয়া যায় না। তার মতো আদর্শিক, প্রজ্ঞাবান ও জ্ঞানতাপস ব্যক্তি দ্বিতীয়টি নেই। তাঁর জীবনাদর্শ থেকে অনেক কিছুই শেখার রয়েছে। এসব কারণেই তাঁর ছবি তোলা এবং এ প্রদর্শনীর আয়োজন করা। সপ্তাহব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ১৫ জুলাই। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার থেকে আলিয়ঁসে যৌথ প্রদর্শনী ॥ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। কুইনিস আর্টের সৌজন্যে অনুষ্ঠিতব্য প্রদর্শনীটির শিরোনাম ‘অপরূপ নদী ও মাটি’। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক জামাল আহমেদ এবং বিশিষ্ট ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। কুইনিস আটের সমন্বয়ে একটি আর্ট ক্যাম্পে আঁকা ছবি দিয়ে সাজানো হবে এ প্রদর্শনী। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আব্দুল মান্নান, নাসিম আ নাদভী, নাসিমা খানম কুইনি, লায়লা শারমিন, শামীম সুব্রানা, আশরাফুল হাসান, উত্তম কুমার রায়, আজমীর হোসাইন, আনিসুজ্জামান মামুন, রেজা কে চৌধুরী, ইসতিয়াক তালুকদার, আব্দুল্লাহ্ আল বশির, সোহাগ পারভেজ, শাহনূর মামুন, মোঃ মেহেদী হাসান, জাহাঙ্গীর এলাম, সুলতান ইসতিয়াক, সৌরভ চৌধুরী ও ফাহমিদা খাতুন। প্রায় ৩৫টি চিত্রকর্ম স্থান পাবে এ প্রদর্শনীতে। প্রদর্শনীটি চলবে ২০ জুলাই পর্যন্ত। সোম থেকে বৃহ¯পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
×