ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসরাইলে পঞ্চম প্রজন্মের বিমান

প্রকাশিত: ০৩:৫২, ১৩ জুলাই ২০১৬

ইসরাইলে পঞ্চম প্রজন্মের বিমান

লকহেড মার্টিনের নতুন প্রজন্মের জঙ্গি বিমান পেল ইসরাইল। মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরে প্রথম কোনো রাষ্ট্র এই বিমান নিজেদের বাহিনীতে যুক্ত করল। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী লিবারমেন এ ঘটনায় বেশ উচ্ছ্বসিত। এফ-৩৫ মতো আধুনিক ও রাডার ফাঁকি দিতে সক্ষম জঙ্গি বিমান সমসাময়িক বিশ্বে বিরল। পঞ্চম প্রজন্মের এই স্টিলথ বিমান ইসরাইলি বাহিনীকে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র থেকে এগিয়ে রাখবে সন্দেহ নেই। হিবু ‘আদির’ নামের এই বিমানের অর্থ শক্তিশালী। আকাশে প্রতিদ্বন্দ্বীতের ছাড়িয়ে যেতে যার কোন তুলনা নেই। সূত্র : দি গার্ডিয়ান
×