ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেনদেনের শীর্ষে এসিআই ফর্মুলেশন

প্রকাশিত: ০৩:৪৫, ১৩ জুলাই ২০১৬

লেনদেনের শীর্ষে এসিআই ফর্মুলেশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের সেরা ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এসিআই ফর্মুলেশনস। কোম্পানিটি ১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটি এদিন ১১ লাখ ৫৭ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটি ১০ লাখ ৮৬ হাজার ৫৬১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক ৪০ লাখ ৬৩ হাজার ২৯৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৪ লাখ টাকা। তালিকায় থাকা স্কয়ার ফার্মা ১১ কোটি ৬৬ লাখ টাকা, আমান ফিড ১০ কোটি ৩০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক ৮ কোটি ৮৯ লাখ টাকা, এসপিসিএল ৮ কোটি ৪৯ লাখ টাকা, এমজেএলবিডি ৭ কোটি ৮৭ লাখ টাকা, বিএসআরএম লিমিটেড ৭ কোটি ৭৪ লাখ টাকা ও ওরিয়ন ইনফিউশন ৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার ব্লক মার্কেটে চার কোম্পানির লেনদেন ব্লক মার্কেটে মঙ্গলবার মোট চার কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৯ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানি মোট ৬ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা। গ্রামীণফোন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ লাখ ৫০ হাজার করে শেয়ার লেনদেন করে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন ৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা বাটা সু ১০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×