ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় বাসচাপায় দু’জন হত ॥ মাদক সেবনে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৯:০৭, ১২ জুলাই ২০১৬

ঢাকায় বাসচাপায় দু’জন হত ॥ মাদক সেবনে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দূঘর্টনায় দু’জন নিহত হয়েছে। উত্তর বাড্ডায় মাদক সেবনে এক যুবকের মৃত্যু হয়েছে। মোহাম্মদপুরে গুলিভর্তি অস্ত্রসহ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পুলিশ ও মেডিক্যাল সুত্রে জানা গেছে, কাকরাইলে বাসচাপায় ওয়াজিউল্লাহ (৬০) নামে এক মুসুল্লীর মৃত্যু হয়েছে। বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বালিয়াপুর গ্রামে। তিনি সপরিবারে শনিরআখড়ায় থাকতেন। সকালে কারওয়ান বাজার এলাকায় গাড়ি ধাক্কায় অজ্ঞাত (৩২) এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ছয়টার দিকে ওই পথচারী রাস্তা পার হচ্ছিলেন। যুবকের মৃত্যুঃ উত্তর বাড্ডায় মাদক সেবন করে লুৎফর রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাড্ডা থানার ওসি জানান, মিস্ত্রি লুৎফর রহমান মাদকাসক্ত ছিল। অস্ত্রসহ অপরাধী গ্রেফতারঃ মোহাম্মদপুর থেকে পিস্তল ও গুলিসহ জামাল উদ্দিন নামে এক অপরাধীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ডিএমপি মিডিয়া উইং মাসুদুর রহমান জানান, কাজী নজরুল ইসলাম রোডের ই-ব্লকের আই/১২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী জামালকে গ্রেফতার করা হয়।
×