ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওমরাহ শেষে ভারতে ফেরেননি জাকির নায়েক

প্রকাশিত: ০৯:০৭, ১২ জুলাই ২০১৬

ওমরাহ শেষে ভারতে ফেরেননি জাকির নায়েক

জনকণ্ঠ ডেস্ক ॥ বিতর্কিত ধর্মপ্রচারক ও পিস টিভির প্রধান ডাঃ জাকির নায়েক ভারতে ফিরে জেরার মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় আপাতত তিনি ভারতে ফেরা বাতিল করে দিয়েছেন। সৌদি আরবে ওমরাহ শেষে জাকির নায়েক সোমবার সকাল আটটা নাগাদ মুম্বাই বিমানবন্দরে নামবেন বলে কথা ছিল। বিবিসি বাংলা জানায়, পিস টিভিতে জাকির নায়েকের নানা বক্তৃতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে ও জঙ্গীবাদে মদদ দেয়ার অভিযোগ উঠেছে, ভারতে ফেরামাত্র মুম্বাই পুলিশ সে সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। মুম্বাইতে জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনও ঘোষণা করেছিল মঙ্গলবার জাকির নায়েক শহরে একটি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা সব প্রশ্নের জবাব দেবেন। কিন্তু শেষ মুহূর্তে জাকির নায়েক তার ভারতে ফেরা বাতিল করে দেন। সৌদি আরব থেকে স্কাইপেতে ডাঃ নায়েক সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন বলে তার ফাউন্ডেশন যে খবর প্রচার করেছিল পরে তা বাতিল করে দেয়া হয়। কবে তিনি ভারতে ফিরছেন সে ব্যাপারে জাকির নায়েক কিছু জানাননি। কিন্তু ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সূত্রে আভাস দেয়া হয়েছে খুব শীঘ্রই তার ভারতে ফেরার কোন সম্ভাবনা নেই। কারণ ‘আগামী কিছুদিন তিনি আফ্রিকাতে স্টাডি ট্যুরে ব্যস্ত থাকবেন।’
×