ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীতাকুণ্ডে আনসার উল্লাহ বাংলা টিমের ৪ সদস্য আটক

প্রকাশিত: ০৮:৫৬, ১২ জুলাই ২০১৬

সীতাকুণ্ডে আনসার উল্লাহ বাংলা টিমের ৪ সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, সীতাকু- (চট্টগ্রাম) ১১ জুলাই ॥ সীতাকু-ে আনসার উল্লাহ বাংলা টিমের চার সদস্য আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে আনসার উল্লাহ বাংলা টিমের বায়তুল মাল সম্পাদক ওজাইর ইবনে ওমরও আছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। আনসার উল্লাহ বাংলা টিমের এ সকল সদস্যদের আটক বা গ্রেফতারের বিষয়টি সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম পুলিশ সুপার হাফিজ আকতার স্বীকার করেন। তবে এসব বিষয়ে জানতে সরেজমিনে সীতাকু- থানায় গেলেও থানার মেইন গেট বন্ধ ও মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসানকে একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও ফোন রিসিভ করেননি। আটককৃত অন্য সদস্য হলো ব্রাহ্মণবাড়িয়ার মোঃ শিপন ওরফে ফয়সাল (২৫), চট্টগ্রাম আনোয়ারা উপজেলার খোরশেদ আলম (৩১) ও সীতাকু-ের জোড়ামতল এলাকার রাসেল মোঃ ইসলাম। আটককৃত সদস্যদের কাছ থেকে পুলিশ ৪টি চাপাতি, ৪টি কিরিচ, ৬টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি ট্যাব ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করেছে বলেও পুলিশের দাবি। আটককৃত এ ৪ জন আনসার উল্লা বাংলা টিমের সদস্য। চট্টগ্রামে তাদের কোন হামলা বা নাশকতার পরিকল্পনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত শনিবার বিকেলে উপজেলার বাড়বকু- এলাকা থেকে ৩ জঙ্গী আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তিমতে উপজেলার জোড়ামতল এলাকা থেকে রাসেল ইসলাম নামে আরেক জনকে আটক করে। তবে এসব জঙ্গীদের স্থানীয় সূত্রে শনিবার আটকের বিষয়টি জানাজানি হলেও সীতাকু- থানা পুলিশ এখনও পর্যন্ত খোলাখুলি কোন কিছুই স্বীকার করেনি।
×