ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৭ সাব-রেজিস্ট্রারের পদায়ন আদেশ জারি

প্রকাশিত: ০৮:০৮, ১২ জুলাই ২০১৬

৪৭ সাব-রেজিস্ট্রারের পদায়ন আদেশ জারি

স্টাফ রিপোর্টার ॥ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে নবনিয়োগপ্রাপ্ত ৪৭ জন সাব-রেজিস্ট্রারের পদায়নের আদেশ (প্রথম পদায়ন) জারি করা হয়েছে। পদায়নের আদেশপ্রাপ্ত কর্মকর্তাগণকে অবিলম্বে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন রাজীব মজুমদার-তাহেরপুর, সুনামগঞ্জ; মোঃ খায়রুল বাশার ভূঁইয়া পাভেল-দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ; মোঃ হাফিজুল রহমান-লাখাই, হবিগঞ্জ; মোঃ রাসেল মল্লিক-দক্ষিণ আইচা, ভোলা; রাফেয়েল ফাতেমী-তজুমুদ্দীন, ভোলা; মোঃ জাহিদুল হক-ক্ষেতলাল, জয়পুরহাট; মোঃ মনজুরুল আলম-বাহুবল, হবিগঞ্জ; মিজানুর রহমান-বনপাড়া, নাটোর; মোঃ মাহ্ফুজুর রাহমান-আটোয়ারী, পঞ্চগড়; মোঃ নাজরান রউফ-হরিপুর, ঠাকুরগাঁও; মোঃ জুবায়ের হোসেন-ডিমলা, নীলফামারী; এসএম আবু মুছা-দাকোপ, খুলনা; মহসীন উদ্দিন আহমেদ-চাখার, বরিশাল; জহিরুল ইসলাম-নাগেশ্বরী, কুড়িগ্রাম; মোঃ তৌহিদুল ইসলাম-কিশোরগঞ্জ, নীলফামারী; মিজাহারুল ইসলাম-রাজারহাট, কুড়িগ্রাম; মোঃ রবিউল ইসলাম-নবাবগঞ্জ, দিনাজপুর; মোঃ হেনায়েত উদ্দিন-ব্রাহ্মণপাড়া, কুমিল্লা; মোঃ মাকসুদুর রহমান-বামনা, বরগুনা; এস.এম রুবেল পারভেজ-গোয়ালন্দঘাট, রাজবাড়ী; রায়হান মিয়া-শালথা, ফরিদপুর; দেবদ্যুতি রায়-তেঁতুলিয়া, পঞ্চগড়; অঞ্জনা রানী-হাকিমপুর, দিনাজপুর; ফরিদা আক্তার-ফুলগাজী, ফেনী; মোঃ সাদিকুল ইসলাম তালুকদার-মুজিবনগর, মেহেরপুর; সৈয়দ মোয়াজ্জেম হোসেন-ইটনা, কিশোরগঞ্জ; আবুল হোসেন দেওয়ান-মনপুরা, ভোলা; মোঃ আঃ করিম খান-ভেদরগঞ্জ, শরীয়তপুর; আবুল বাসার খান-ফরিদপুর (বনওয়ারীনগর), পাবনা; শান্তি রঞ্জন বৈদ্য-মোহনগঞ্জ, নেত্রকোনা; ক্ষিরোদ চন্দ্র বোস-হিজলা, বরিশাল; আবদুল গণি ভূঁইয়া-হোসেনপুর, কিশোরগঞ্জ; আব্দুর রহমান ভূইয়া-ঝিনাইগাতি, শেরপুর; গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ-মহেশখালী, কক্সবাজার; মোঃ শরিয়ত হোসেন-খোকশা, কুষ্টিয়া; মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার-পলাশবাড়ী, গাইবান্ধা; রওশন আরা বেগম-পোরশা নওগাঁ; এস.এম. কামরুল হোসেন-আদিতমারী, লালমনিরহাট; মোছা. মমতাজ বেগম-গঙ্গাচড়া, রংপুর; নিতেন্দ্র লাল দাস-জীবননগর, চুয়াডাঙ্গা; মোঃ ফজলে রাব্বী-দশমিনা, পটুয়াখালী; মোঃ হাবিবুর রহমান তালুকদার-মোল্লারহাট, বাগেরহাট; অশোক কুমার বসাক-কোর্ট চাঁদপুর, ঝিনাইদহ; মোঃ জয়নাল আবদীন-শ্রীপুর, মাগুড়া; মোঃ আবুল কাসেম-জৈন্তাপুর, সিলেট; মোঃ ইউনুস-মাদারগঞ্জ, জামালপুর এবং রাশিদা ইয়াসমিন মিলি-পবা, রাজশাহী। ৫০ জন বিচারকের বদলির আদেশ ॥ এদিকে সোমবার বাংলাদেশ সুপ্রীমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে সহকারী জজ/ সিনিয়র সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/সমপর্যায়ের ৫০ জন কর্মকর্তার বদলির আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাগণের নাম, বর্তমান কর্মস্থল ও বদলিকৃত কর্মস্থল মন্ত্রণালয়ের ওয়েব সাইট (িি.ি ষধলিঁংঃরপবফরা.মড়া.নফ) অনুসন্ধানের মাধ্যমে জানা যাবে।
×