ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ল্যাঙ্গুয়েজ কর্নার

প্রকাশিত: ০৬:৫৭, ১২ জুলাই ২০১৬

ল্যাঙ্গুয়েজ কর্নার

একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com পর্ব: ১৭৪ Banking and money vocabulary (Part 1) চলুন আজ কিছু অর্থনৈতিক আলোচনা করা যাক। আমাদের সবার জীবনেই টাকা পয়সা এবং এ সংক্রান্ত কথোপকথন একটি অবিচ্ছেদ্য অংশ। ব্যাংক থেকে টাকা তোলা ও জমা দেয়া সহ আরো কিছু গুরুত্বপূর্ণ টার্ম নিচে আলোচনা করা হল। ATM Automated Teller Machine এর সংক্ষিপ্ত রূপ। এই মেশিনে একটি বিশেষ কার্ড প্রবেশ করিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। Example: ItÕs not always safe to draw large amount of money from ATM booths. Bank balance অ্যাকাউন্টে থাকা টাকার পরিমান। Example: I'd like to check my bank balance, please. Bank charges ব্যাংকের সার্ভিস বাবদ যে টাকা একজন কাস্টমারকে প্রদান করতে হয়। Example: What is the amount of bank charges per month in your bank? Bank statement কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা জমা দেয়া এবং/অথবা তোলার তথ্য সম্বলিত একটি প্রিন্ট করা রেকর্ড। Example: Usually we need our bank statemet when we apply for visa. Bounce যখন কোন চেকের সমপরিমান টাকা না থাকার কারণে ব্যাংক তা ফেরত পাঠায়। Example: I had to pay a penalty fee when my check bounced. Cash a check/cheque চেক জমা দিয়ে টাকা তোলা। Example: Would you cash a check for me? Credit ১। আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকার পরিমান। যেমনঃ I was relieved to see from my statement that my account was in credit. ২। কোন পণ্য বা সেবার মূল্য পরে কোন সময় দেয়ার প্রক্রিয়া, সাধারণত অ্যাকাউন্ট থেকে টাকা নেয়ার সময় প্রকৃত মূল্যের সাথে সুদও কেটে নেয়া হয়। যেমনঃ They decided to buy the car on credit. Quote on life: ÒA wise person should have money in their head, but not in their heart.Ó ~ Jonathan Swift. প্রিয় পাঠক, ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে।
×