ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও উইম্বলডনের সম্রাট হলেন এ ব্রিটিশ তারকা

এখনও সেরাটা দেয়া বাকি ॥ মারে

প্রকাশিত: ০৬:৪০, ১২ জুলাই ২০১৬

এখনও সেরাটা দেয়া বাকি ॥ মারে

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্সসøাম জিতলেন ব্রিটিশ টেনিস তারকা এ্যান্ডি মারে। মর্যাদার উইম্বলডন জিতলেন দ্বিতীয়বার। ফাইনালে তিনি ৬-৪, ৭-৬ (৭-৩) ও ৭-৬ (৭-২) সেটে হারিয়ে দেন কানাডার মিলোস রাওনিককে। ২০১৩ সালেও উইম্বলডন জিতেছিলেন মারে। আবার উইম্বলডন জিতে তিনি ঘোষণা দিলেন এখনও নিজের সেরাটা দেয়া বাকি আছে তার। ২০১২ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম হিসেবে ইউএস ওপেন জিতেছিলেন মারে। পরের বছরই জেতেন উইম্বলডন। ২৯ বছর বয়সী মারে ১৯৩০ সালের পর প্রথম ব্রিটিশ তারকা হিসেবে অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা জয়ের কৃতিত্ব দেখান সেবার। ফ্রেড পেরি সর্বশেষ ব্রিটিশ খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতেছিলেন ১৯৩০ সালে। আর এবারও উইম্বলডন জিতে বিশ্বের ১২তম খেলোয়াড় হিসেবে একাধিকবার অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন। সর্বশেষ ১০ গ্র্যান্ডসøামের আটটিতেই ফাইনালে হেরে গিয়েছিলেন মারে। কিন্তু এখন তিনি আগামী বছরগুলোয় আরও সাফল্য পেতে আত্মবিশ্বাসী। মারে বলেন, ‘আমি এখনও মনে করি আমার সেরা টেনিস উপহার দেয়া বাকি আছে। আমার সুযোগ আছে আরও বেশি কিছু জেতার। রাজীবের অপরাজিত শিরোপা আন্তর্জাতিক রেটিং দাবা স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট লাভ করেন। সোমবার অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডের খেলায় রাজীব হাসান মেমোরিয়াল চেসের সাইফুল ইসলাম চৌধুরীকে হারান। আট পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে রানারআপ হন বাংলাদেশ নৌবাহিনীর অপর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তৃতীয় এবং হাসান মেমোরিয়াল চেস ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ স্থান লাভ করেন।
×