ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০’র চ্যালেঞ্জ ভালবাসেন সাকিব

প্রকাশিত: ০৬:৪০, ১২ জুলাই ২০১৬

টি২০’র চ্যালেঞ্জ ভালবাসেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ‘টি২০ ক্রিকেট অলরাউন্ডারদের জন্য সবসময়ই চ্যালঞ্জিং। আমি এই চ্যালেঞ্জটাকে ভালবাসি।’ বলেন বাংলাদেশী তারকা সাকিব-আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার ক্রিকেট (সিপিএল) টি২০ লীগ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন তিনি। জ্যামাইকা তালাওয়শের হয়ে ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছেন। টুর্নামেন্ট চলাকালীন সিপিএল টি২০ ডট কমকে দেয়া এক সাক্ষাতকারে ছোট ফরম্যাট নিয়ে আরও অনেক কথা বলেন সাকিব। টি২০ ধুমধাড়াক্কার ক্রিকেট, টেস্ট ও ওয়ানডের তুলনায় এই ফরম্যাটে চ্যালেঞ্জ অনেক বেশি। মাঠে খেলোয়াড়দের এই ফরম্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময় থাকে না। তাই সবসময়ই তাদের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এটা বেশ ভালই জানেন বিশ্ব ক্রিকেটের মহাতারকারা, জানেন বাংলাদেশের সাকিবও। তারপরও এই চ্যালেঞ্জকে ভালবাসেন তিনি, ‘অবশ্যই টি২০ ক্রিকেট অলরাউন্ডারদের জন্য চ্যালেঞ্জিং। আমি এ ধরনের চ্যালেঞ্জকে ভালবাসি। এই ফরম্যাটে বেশি অবদান রাখতে চাই। এখন সবকিছু যেভাবে চলছে, তাতে আমি খুশিই। দল ও ব্যক্তি হিসেবে আমাদের অনেক উন্নতি করতে হবে।’ সিপিএলে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন ‘একমাত্র বাংলাদেশী হিসেবে প্রতিনিধিত্ব করাটা আমার জন্য গর্বের। বাংলাদেশের মানুষ ক্রিকেটের ভক্ত এবং তারা খেলাটিকে ভালবাসেন। তাই তারা সিপিএলে আমাকে সমর্থন করবে।’ জ্যামাইকা এ পর্যন্ত (সোমবারের আগে) তিন ম্যাচ খেলেছে। এর মধ্যে দুটিতে জিতেছে। তিন ম্যাচের দুই ইনিংসে ব্যাট হাতে ৩২ রান ও বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাট-বল হাতে শতভাগ জ্বলে উঠতে না পারলেও, চলমান আসরের প্রশংসা করেছেন তিনি, ‘এখন পর্যন্ত সিপিএল খুবই ভাল চলছে। আশা করছি সামনে আরও ভাল যাবে। এবার আরও চার-ছক্কা হবে এবং বেশি উইকেট পড়বে। ফলে দর্শকরা আরও উপভোগ করবে। আমাদের ভেন্যুর ম্যাচগুলোতে দর্শকদের সাপোট আমরা বেশিই পাব।’
×