ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অলিম্পিক স্বপ্ন শেষ শারাপোভার

প্রকাশিত: ০৬:৪০, ১২ জুলাই ২০১৬

অলিম্পিক স্বপ্ন শেষ শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম সেবনের জন্য টেনিস থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন রাশিয়ার স্বর্ণকেশী টেনিস তারকা মারিয়া শারাপোভা। গত মার্চ থেকেই আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) এই নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। তবে রাশিয়ার অলিম্পিক টেনিস দলে ছিলেন মাশা। রাশিয়া আশায় ছিল হয়তো আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিকে অংশ নিতে পারবেন তিনি। কিন্তু সেটি হচ্ছে না। নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়া সালিশ নিষ্পত্তি আদালতে (সিএএস) শারাপোভার করা আপীলের শুনানি পিছিয়ে গেছে সেপ্টেম্বরে। ফলে অলিম্পিক স্বপ্নও শেষ হয়ে গেল সাবেক এ বিশ্বসেরা টেনিস তারকার। আগামী মাসে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। সেখানে রাশিয়ার প্রতিনিধিত্ব করার কথা ছিল শারাপোভার। কিন্তু নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে তিনি ইতোমধ্যেই দুই বছরের নিষেধাজ্ঞায় আছেন। যদিও সেটার বিরুদ্ধে সিএএসে আপীল করেছেন শারাপোভা। এর সুরাহা চলতি মাসেই হওয়ার কথা ছিল। রায় পক্ষে আসলে অলিম্পিকে অংশ নেয়াতে বাধা থাকত না। তবে রায়ে নিষেধাজ্ঞা বহাল থাকলে অলিম্পিক অংশগ্রহণের আশা শেষ হয়ে যেত। সেই শুনানি পিছিয়ে গেছে সেপ্টেম্বর পর্যন্ত। তাই রায় যেটাই হোক না কেন রিও অলিম্পিকে যাওয়ার সব আশাই শেষ হয়ে গেছে ২৯ বছর বয়সী শারাপোভার।
×