ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গীবাদের বিরুদ্ধে নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশ

প্রকাশিত: ০৬:২৭, ১২ জুলাই ২০১৬

জঙ্গীবাদের বিরুদ্ধে নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশ

এনআরবি, নিউইয়র্ক থেকে ॥ ‘মুজিবের বাংলায় সন্ত্রাসবাদের ঠাঁই নেই’, ‘সন্ত্রাসের ঠাঁই নেই বাংলাদেশে’, ‘বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নেই’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ ‘জঙ্গীবাদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ইত্যাদি স্লোগানে বাংলাদেশে জঙ্গীবাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধের আহ্বান উচ্চারিত হলো নিউইয়র্কে। ১০ জুলাই রবিবার অপরাহ্নে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে জঙ্গী দমনে বাংলাদেশ সরকার গৃহীত কর্মসূচীর সমর্থনে আন্তর্জাতিক জনমত গঠনের সংকল্প ব্যক্ত করার পাশাপাশি অবিলম্বে জঙ্গীবাদের উৎপত্তিস্থল জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিও জানানো হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। দুর্ভাগ্য রাজধানীতে প্রায় প্রতিদিনই বেড়ে চলছে পথশিশুদের সংখ্যা। এই পথশিশুরা প্রয়োজনীয় মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। পায় না সামাজিকভাবে কোন মর্যাদা। এরপর প্রায়ই দেখা যায় এদের ভাগ্যে জোটে শারীরিক নির্যাতন। পথচারী, কোন প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারী- যারাই সুযোগ পায় ওদের ওপর অত্যাচার-নিপীড়ন করে। মহাখালী গোলচত্বরে এমনি একটি ঘটনা এটি। ছবিটি জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রীর। ঝুঁকি নিয়ে ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। এ বছর ঈদে নয় দিনের দীর্ঘ ছুটি থাকায় মানুষ গ্রাম-গঞ্জ-জন্মস্থানের পথে ছুটতে পেরেছেন সহজেই। এদিকে ঈদ শেষে ঝুঁকি নিয়েও অনেকেই ফিরছেন। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ছবিটিতে এক নারী যাত্রী ট্রেনের ছাদ থেকে নামার চেষ্টা করছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী ছবিটি তুলেছেন।
×