ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুইটার সিইওর এ্যাকাউন্ট হ্যাক!

প্রকাশিত: ০৫:৫৭, ১২ জুলাই ২০১৬

টুইটার সিইওর এ্যাকাউন্ট হ্যাক!

এবার টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসির টুইটার এ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ‘আওয়ারমাইন’ নামের একটি হ্যাকার গ্রুপ মার্ক জাকারবার্গের টুইটার এ্যাকাউন্ট আর গুগল বস সান্ডার পিচাইয়ের কোরা এ্যাকাউন্ট হ্যাক করেছিল এর আগে। এবার সেই একই হ্যাকার গ্রুপ জ্যাক ডরসির টুইটার এ্যাকাউন্ট হ্যাক করল। স্বল্প সময়ের জন্য তারা এই হ্যাকিং করতে সক্ষম হয়। শনিবার হ্যাকাররা জ্যাক ডরসির এ্যাকাউন্ট থেকে টুইট করে, ‘এটি আওয়ারমাইন। আমরা তোমাদের নিরাপত্তা পরীক্ষা করে দেখছি।’ এই টুইটের সঙ্গে এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক ভাইন-এ আপলোড করা জ্যাক ডরসির ছোট একটি ভিডিও ক্লিপের লিঙ্কও শেয়ার করা হয়। অবশ্য কিছুক্ষণ পরই এ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হন ডরসি। হ্যাকারদের শেয়ার করা লিঙ্কগুলো সরিয়ে ফেলা হয়। ধারণা করা হচ্ছে, জ্যাক ডরসির ভাইন এ্যাকাউন্টটিতে অনেক দিনের পুরনো পাসওয়ার্ড দেয়া ছিল। আর সেখান থেকেই টুইটার এ্যাকাউন্টের লিঙ্ক পায় হ্যাকাররা। প্রযুক্তি বিষয়ক আরেকটি ওয়েবসাইট টেকক্রাঞ্চ তাদের প্রতিবেদনে জানিয়েছে, এর আগে টুইটারের সহপ্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামসের টুইটার এ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এছাড়া স্পটিফাইয়ের ড্যানিয়েল এক, সঙ্গীতশিল্পী ড্রেক ও লানা দেল রে এবং অভিনেত্রী চেলসা হ্যান্ডলারের টুইটার এ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এ রকম আরও কয়েক মিলিয়ন টুইটার এ্যাকাউন্টের তথ্য হ্যাকারদের কাছে রয়েছে। -গার্ডিয়ান
×