ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গী আবিরের লাশ নেবে না পরিবার

প্রকাশিত: ০৫:৫৬, ১২ জুলাই ২০১৬

জঙ্গী আবিরের লাশ নেবে না পরিবার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ জুলাই ॥ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পাশে ঈদের দিন সকালে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালানোর সময় পুলিশের গুলিতে নিহত জেএমবি সদস্য আবির রহমানের মরদেহ নেবে না তার পরিবারের সদস্যরা। সোমবার বিকেলে নিহতের চাচা সহিদুল ইসলাম সাংবাদিকদের মোবাইলে পরিবারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সময় তিনি আরও জানান, ‘যে ছেলে জঙ্গী হয়েছে। সে ছেলের মরদেহ আমরা নেব না। জঙ্গী ছেলের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই।’ এমন কথাই জানিয়েছেন আবিরের বাবা সিরাজুল ইসলাম। এদিকে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, আবিরের পরিবার মরদেহ না নিলে পুলিশের পক্ষ থেকে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। বর্তমানে আবিরের মরদেহ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। সোমবার রাতের মধ্যে কিশোরগঞ্জ জেলা শহরে মরদেহ আনার প্রস্তুতি চলছিল বলে পুলিশ সূত্র জানিয়েছে। জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)’র সদস্য আবির রহমান (২২) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের সিরাজুল ইসলামের ছোট ছেলে। সে ঢাকায় অবস্থিত নর্থসাউথ ইউনিভার্সিটির বিবিএ’র ফাইনাল ইয়ারের ছাত্র ছিল। বর্তমানে তাঁর পরিবারের সদস্যরা রাজধানীর বারিধারায় বসবাস করছেন বলে জানা গেছে।
×