ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে মাজারের খাদেম হত্যায় ১৪ জেএমবির বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৫:৫৫, ১২ জুলাই ২০১৬

রংপুরে মাজারের খাদেম হত্যায় ১৪ জেএমবির বিরুদ্ধে চার্জশীট

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১১ জুলাই ॥ অবশেষে দীর্ঘ ৮ মাস পর চাঞ্চল্যকর রংপুরের কাউনিয়ার টেপা মধুপুরের মাজারের খাদেম ও আওয়ামী লীগ নেতা রহমত আলী হত্যা মামলায় ১৪ জেএমবি সদস্যের নামে অভিযোগপত্র দাখিল করেছে তদন্ত কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, তাঁরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) সদস্য। তাদের মধ্যে আটজন রংপুরে জাপানী হোশিও কোনি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক মামুন অর রশিদ জানান, তদন্ত শুরুর পর পীরগাছার টাঙ্গাইলপাড়া থেকে অস্ত্রসহ জেএমবি সদস্য মাসুদ রানা, এসহাক ও লিটনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তারা হত্যাকা-ের দায় স্বীকার করে জবানবন্দী দেয়। এর প্রেক্ষিতে আরও ১জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাক্ষ্য, প্রমাণ, তথ্য-উপাত্ত যাচাইবাছাই করে ১৪ জেএমবি সদস্যকে অভিযুক্ত করে কাউনিয়া আদালতে চার্জশীট দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রভুক্ত আসামিরা- মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, আবু সায়্যিদ, সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফিকুল ইসলাম, চান্দু মিয়া, রজিবুল ইসলাম, বাবুল মাস্টার, জাহাঙ্গীর হোসেন। তাদের মধ্যে প্রথম আটজন রংপুরে হোশিও কোনি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আসামিদের মধ্যে হোশিও কোনি হত্যা মামলার ৪ আসামিসহ সাতজন গ্রেফতার রয়েছেন। তারা হলো মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফকুল ইসলাম ও আবু সাইয়্যিদ। সরকারী কৌঁসুলি আব্দুল মালেক জানান, চলতি মাসের ৩ তারিখেই খাদেম হত্যা মামলায় অভিযোগপত্র দেয়া হয়। গত বছর ১০ নবেম্বর রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়ায় স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে চৈতার মোড়ে দুর্বৃত্তরা মাজারের খাদেম রহমত আলীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।
×