ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শোলাকিয়ায় আটক জেএমবি জঙ্গী জাহিদুল ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৪৬, ১২ জুলাই ২০১৬

শোলাকিয়ায় আটক জেএমবি জঙ্গী জাহিদুল ১০ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ জুলাই ॥ শোলাকিয়া ঈদগাহের পাশে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য জাহিদুল হক ওরফে তানিমের (২৪) ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার রাতে কিশোরগঞ্জ ১ নম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আব্দুস সালাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেন। এছাড়া মামলার এজাহারভুক্ত অপর আসামি শরীফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলামকে (২২) চিকিৎসা শেষে দ্রুত আদালতে হাজির করার জন্য র‌্যাবকে নির্দেশ দিয়েছে আদালত। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোরশেদ জামান ওইদিন রাতে কঠোর গোপনীয়তায় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মামলার আসামি শরীফুল ইসলাম বর্তমানে র‌্যাবের পাহারায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর জাহিদুল ইসলাম কিশোরগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এরা দু’জন জেএমবির সদস্য। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোরশেদ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় এই দুই আসামিসহ আরও কিছু অজ্ঞাত সন্ত্রাসীর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার বিকেলে কিশোরগঞ্জ মডেল থানায় পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এলাকাবাসীর আতঙ্ক যেন কাটছে না ॥ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের পাশে ঈদের দিন সকালে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসীর মনে এখনও এক ধরনের আতঙ্ক কাজ করছে। শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক চরশোলাকিয়া সবুজবাগের মুফতি মোহাম্মদ আলী (রহ.) জামে মসজিদের রাস্তার মোড়ের গলিপথসহ আশপাশ এলাকায় লোকজনের উপস্থিতি এখন অনেক কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকটি কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্প বসিয়ে এখনও অবস্থান করছেন। অন্যদিকে ঈদের পর বিদ্যালয় খোলা হলেও গত দুইদিন ধরে হামলার ঘটনায় আতঙ্কে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে। এ কারণে শিক্ষার্থীদের ক্লাসসহ প্রয়োজনীয় কাজ শেষে দুপুরের মধ্যেই স্কুল ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
×