ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু বা মেট্রোরেলের কাজ নিয়ে সংশয় নেই ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৪, ১২ জুলাই ২০১৬

পদ্মা সেতু বা মেট্রোরেলের কাজ নিয়ে সংশয় নেই ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ গুলশান হামলার ঘটনায় বিদেশী নাগরিক নিহত হওয়ার প্রেক্ষাপটে পদ্মা সেতু বা মেট্রোরেলের মতো বড় প্রকল্পের কাজ নিয়ে সংশয়ের কোন ‘কারণ নেই’ বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর্টিজান রেস্তরাঁয় হামলার ঘটনায় মেট্রোরেল প্রকল্পে নিয়োজিত বেশ কয়েকজন জঙ্গীদের হাতে নিহত হন। এদিকে ঈদ-উল-আযহা শেষ না হওয়া পর্যন্ত সড়ক পরিবহন মন্ত্রণালয় সকল কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করেছে। সোমবার সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। নিরাপদ ঈদ যাত্রা ও কর্মস্থলে ফেরাসহ ঈদ-উল-আযহার প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে বৈঠকের আয়োজন করা হয়। এতে মন্ত্রণালয়সহ বিআরটিএ, বিআরটিসি, সড়ক ও মহাসড়ক বিভাগসহ সংশ্লিষ্ট দফতরের কর্তাব্যক্তিরা অংশ নেন। পদ্মাসেতু প্রকল্পের কাজ প্রত্যাশা অনুযায়ী এগিয়ে চলেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গতকাল পর্যন্ত ৩৬ ভাগ কাজ শেষ হয়েছে। শেষ হয়েছে ১৮টি পাইলের কাজও। গুলশানে জঙ্গী হামলার ঘটনায় মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ে যুক্ত ছয় জাপানীসহ ১৭ বিদেশী নাগরিক নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করে কাদের বলেন, আমরা অত্যন্ত মর্মাহত, ব্যথিত ও শোকাহত। ওই ঘটনায় মেট্রোরেল প্রকল্পের কাজে কোন সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, রুট দুটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজসহ অন্যান্য কাজ এগিয়ে নিতে জাইকা তথা জাপান সরকার অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাইকা ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৪৭৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ঢাকায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যরে মেট্রোরেল প্রকল্পও বাস্তবায়িত হচ্ছে জাইকার অর্থায়নে। প্রায় ২২ হাজার কোটি টাকার মেট্রোরেল রুট-৬ প্রকল্পে জাইকা দিচ্ছে ১৬ হাজার ৬০০ কোটি টাকা। ৯৫ ভাগ আরোহী হেলমেট পরেন না ॥ মোটরসাইকেল চালকদের নিয়ম মানাতে ‘কঠোর’ অবস্থানে যাওয়ার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকায় মোটরসাইকেল আরোহীদের ৯৫ ভাগই হেলমেট পরেন না জানিয়ে তিনি বলেছেন, মোটরসাইকেলে দুই জন আরোহীর বেশি থাকবে না এবং আরোহীদের অবশ্যই হেলমেট পরতে হবে। নির্দেশনাটি আমরা আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কঠোর হতে যাচ্ছি। ঈদ-উল-আযহার আগে বিদেশ সফরের ছুটি নয় ॥ ঈদ-উল-আযহার আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা বিদেশ সফরের জন্য ছুটি পাবেন না। মন্ত্রী বলেন, আমি ছুটি অনেক দিয়েছি, গত এক বছর নিজে ছুটি নেইনি, আমেরিকা-ইউরোপ যাইনি, কাজে গিয়েছি চায়নায় চুক্তি করতে, ব্যাঙ্কক, জাপান, ফিলিপিন্সে গিয়েছি, কাজের বাইরে কোথাও যাইনি। সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে কাদের বলেন, আপনারা যাবেন ঠিক আছে। কর্মকর্তাদের অভিজ্ঞতার জন্য যাওয়া দরকার। কিন্তু কোরবানির ঈদ পর্যন্ত আর কেউ ছুটি পাবেন না, বিদেশ যাওয়ার ছুটি পাবেন না।
×